Thursday, July 2, 2015

নিউজিল্যান্ডে সিঁথির স্কুল

নিউজিল্যান্ডে সিঁথির স্কুল  


সংগীতশিল্পী সিঁথি সাহা নিউজিল্যান্ডে একটি গানের স্কুল চালু করেছেন। এর নাম রেখেছেন ‘গীতসুধা’। প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি সেখানে গান শিখছে ভিনদেশি শিশুরাও।
সিঁথি বলেন, ‘গত বছরের শেষের দিকে আমি নিউজিল্যান্ডে একটি গানের স্কুল দিয়েছি। আমার এ স্কুলে অনেক ভিনদেশি শিশুরা গান শিখছে। তারা বাংলা কথা বলতে ও বুঝতে পারে না। তবে এসব শিশুদের বাবা-মা আমার গান শুনেছেন। তাই তারা আমার স্কুলে ছেলে-মেয়েদের গান শেখাতে পাঠিয়েছেন।’
প্রবাসে বসেই তিনি ক্যারিয়ারের চতুর্থ একক অ্যালবামের কাজ শেষ করেছেন। এর নাম রাখা হয়েছে ‘সিঁথির গান’। চলতি বছরের শুরুর দিকে দেশে এসেছেন সিঁথি। এসেই ব্যস্ত হয়ে পড়েছেন স্টেজ শো ও টিভি অনুষ্ঠান নিয়ে। পাশাপাশি অ্যালবামটি সিডি আকারে প্রকাশের কাজেও ব্যস্ত রয়েছেন। জানিয়েছেন, সব ঠিক থাকলে অাসছে বৈশাখেই এটি বের হবে।

No comments:

Post a Comment