‘জেদী’ ইশারাকে শায়েস্তা করবেন শুভ
গুলশান ২-এর লেডিস পার্কের ভেতরে আরিফিন শুভ ঝগড়া করছেন একটি মেয়ের সাথে। কী নিয়ে এই সুন্দরীর সাথে ঝগড়া বাধল শুভর? শুভর কথা, ‘দেখেন ভাই, সাকা আংকেল (বাদামওয়ালা) এই পার্কের ভেতরে বাদাম বিক্রি করেন। আর এই মেয়েটির ক্রিকেট বল লেগে তাঁর সব বাদাম পড়ে গিয়েছে। বাদামওয়ালা কথা বলতে এলে সব বাদাম এই মেয়েটি ফেলে দেয়। তাকে কী করা উচিত বলুন তো’? কী করা উচিত, এই প্রশ্নের জবাব অবশ্য শুভ অন্যভাবে দিলেন, ‘বাকিটা জানতে চাইলে হলে গিয়ে দেখতে হবে’!
গতকাল ২০ মে বুধবার শুরু হয়েছে আরিফিন শুভ ও নায়িকা ইশারার ছবি ‘জেদী’। ছবিটি পরিচালনা করছেন সোহানুর রহমান সোহান। শুভ-ইশারা জুটির এই প্রথম ছবি। আগে বেশ কিছু ছবিতে কাজ করলেও মূল নায়িকা হিসেবেও ইশারার এটি প্রথম কাজ।
ছবির গল্প সমন্ধে জানতে চাইলে আরিফিন শুভ বলেন, ‘আমি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। এই পার্কের ভেতর দিয়ে যাওয়ার সময় দেখলাম, ইশারা ক্রিকেট খেলছে আর পাশেই এক বাদামওয়ালা কাঁদছে। তো আমি যেহেতু ছবির নায়ক, এগিয়ে এলাম মেয়েটিকে শায়েস্তা করতে। ছবির নাম শুনেই বুঝতে পারছেন, ‘জেদী’ এই মেয়েটিকে সাধারণ মেয়েতে পরিণত করতে হবে আমার। আর এই ছবির পরিচালক সোহানুর রহমান সোহান আমার অনেক প্রিয় একজন পরিচালক। ওনার ছবির প্রতি আমার একটা বিশ্বাস আছে। আশা করি দর্শকদের ছবিটি ভালো লাগবে।’
পরিচালক সোহানুর রহমান সোহান বলেন, ‘ছবিটিতে ইশারার বাবার চরিত্রে অভিনয় করবেন মিশা সওদাগর। ধনী বাবার দেমাগি মেয়ে ইশারা। সব সময় সাথে ছয়জন দেহরক্ষী থাকে। এদিকে শুভ একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করে। সাধারণ ঘরের একটি ছেলে। আজকের এই সিকোয়েন্সের মাধ্যমে তাদের দুজনের শত্রুতা শুরু হয়, যা একসময় প্রেমে পরিণত হবে। এভাবেই এগিয়ে যাবে ছবিটির গল্প।’
নায়িকা ইশারা বলেন, ‘এটা আমার একক নায়িকা হিসেবে প্রথম ছবি। বাংলাদেশের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ ও সোহানুর রহমান সোহানের ছবিতে কাজ করতে পেরে ভালো লাগছে। আশা করি দর্শকদেরও গল্পটা অনেক ভালো লাগবে।’
No comments:
Post a Comment