সিনেমা ছেড়ে পারিবারিক জীবনে যেতে পারি: দীপিকা
বলিউড
অভিনেত্রী দীপিকা পাদুকোন জানিয়েছেন, তিনি খুব সহজেই সিনেমার জগত ছড়ে বিয়ে
করে সন্তান লালনপালন করার মতো পারিবারিক জীবনে ফিরতে পারেন। নারী অধিকার
নিয়ে সোচ্চার দীপিকা এই মুহূর্তে বলিউডের সফল অভিনেত্রীদের মধ্যে অন্যতম।
মুম্বাইয়ের
ম্যাগাজিন ডিএনএ কে দেয়া সাক্ষাতকারে নিজের জীবন নিয়ে এ রকম সম্ভাবনার কথা
জানান দীপিকা। তিনি বলেন, 'সুখী পারিবারিক জীবন যাপনের জন্য আমি অভিনয়
ছড়তে পারি। পরিবারের গুরুত্ব সম্পর্কে আমি জানি। ব্যক্তি হিসেবে এটা আমাকে
পরিপূর্ণ করে দেয়। পারিবারিক জীবনের যৌক্তিকতার চেয়ে কোন কিছুই আমার কাছে
বেশি গুরুত্বপূর্ণ নয়'।
অনেক
সন্তান নেয়ার ব্যাপারেও তার ইচ্ছার কথা জানিয়েছেন সাক্ষাতকারটিতে। এ
সম্পর্কে তিনি বলেন, আমি জানি না কবে এটি সম্ভব হবে, তবে তা হবে এটিই আমার
আশা। এটি আমাকে শান্তি দিবে। পরিবারের কাছ থেকে এমন শিক্ষাই আমি পেয়েছি'।
No comments:
Post a Comment