ভক্তদের সতর্ক করলেন সালমান
নিজের
প্রিয় তারকাকে সমর্থন জানাতে গিয়ে যারা অন্য তারকাকে গালি দেয় সেই সব
ভক্তদের আচরণে উদ্বেগ প্রকাশ করেছেন বলিউডের প্রখ্যাত অভিনেতা সালমান খান।
এরা সামাজিক যোগাযোগের মাধ্যমে ভুয়া একাউন্ট খুলে এসব করছে বলে মনে করেন
তিনি।
সোমবার
এক টুইটার বার্তায় সালমান খান লিখেছেন, ‘আপনার কে কে এখানে ভুয়া পরিচয়ে
আছেন?’ এর আগে এক টুইটার বার্তা তিনি বলেন, ‘যেসব ভক্ত ভুয়া পরিচয়ে অন্যদের
অবমাননা করে আমি তাদের পছন্দ করি না।’
No comments:
Post a Comment