Tuesday, June 9, 2015

তিন সুন্দরীর সাথে ডিনারে শাহরুখ

তিন সুন্দরীর সাথে ডিনারে শাহরুখ

তিন সুন্দরীর সাথে ডিনারে শাহরুখ
বলিউডের তিন সুন্দরীর সাথে ডিনার করলেন বলিউড বাদশা শাহরুখ খান। কারিশমা কাপুর, কারিনা কাপুর খান ও আলিয়া ভাটের সাথে বলিউড টাউনে ডিনার করেন শাহরুখ।
পর্দায় কারিশমা ও কারিনার সাথে শাহরুখকে দেখা গেলেও আলিয়া ভাটের সাথে এখনও কোনো সিনেমায় দেখা যায়নি।
তবে এই ডিনার পার্টি হয়তো ইঙ্গিত দিচ্ছে শাহরুখের পরবর্তী কোনো ছবিতে দেখা যেতে পারে বলিউডের এই নবাগত তারকাকে। ডিনারের সময় ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করেন শাহরুখ।

No comments:

Post a Comment