Tuesday, June 9, 2015

জ্যাকুলিনের উপর বিরক্ত সালমান!

জ্যাকুলিনের উপর বিরক্ত সালমান!

জ্যাকুলিনের উপর বিরক্ত সালমান!
 
ব্যবসাসফল ‘কিক’ ছবিতে অভিনয়ের সময় বন্ধুত্ব গড়ে উঠেছিল সালমান খান ও জ্যাকুলিন ফার্নান্দেজের। অবশ্য কোনো কোনো গণমাধ্যমে একে বন্ধুত্বের চেয়েও বেশি কিছু হিসেবে আখ্যায়িত করেছে।  তবে এখন শোনা যাচ্ছে, জ্যাকুলিনের উপর নাকি সালমান বিরক্ত।
 
বৃহস্পতিবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সালমান নিজেই নাকি তাদের সম্পর্কের অবনতির কথা ইঙ্গিতের মাধ্যমে জানিয়েছেন।
 
সম্প্রতি দুবাইয়ে বলিউডের একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তার বন্ধু সাজিদ নাদিওয়ালা ও তার ‘কিক ২’ ছবির পরিকল্পনা সম্পর্কে কথা বলেছেন সালমান। সেখানে সালমান বলেছেন, ‘ এই ছবি যখন করা হবে তখন আমি ও সাজিদ একসঙ্গে কাজ করব। তবে সেখানে জ্যাকুলিন থাকবে না। তাকে ‘কিক’ দেয়া হয়েছে। এখন আমরা নতুন কাউকে খুঁজছি।’
 
একটি  সূত্র বলছে, ‘সালমানের এই মন্তব্য তার নিজস্ব রসাত্মক ভঙ্গির একটা অংশ হতে পারে। তবে জ্যাকুলিনের সাথে তার যে সম্পর্ক ভালো যাচ্ছে না তা কিন্তু এর মাধ্যমেই প্রকাশ পেয়েছে। হাস্যরসাত্মকভাবে তার মনের কথা প্রকাশ করার জন্য সালমান আগে থেকেই পরিচিতি।’
 
আরো একটি বিষয়ে জ্যাকুলিনের সাথে সালমানের সম্পর্কের দূরত্ব বেড়ে যাওয়ার বিষয়টি আরো সুস্পষ্ট হয়েছে। সম্প্রতি ‘হিট অ্যান্ড রান’ মামলার রায় ঘোষণার বলিউড অনেক তারকা সালমানের পাশে দাঁড়ালেও জ্যাকলিন ছিলেন নীরব।

এর আগে সালমানের আসন্ন ছবি ‘হিরো’ ছবির একটি আইটেম গানে জ্যাকুলিনের নাচ করা কথা ছিল। এজন্য নাকি তিনি রিহার্সেলও শুরু করেছিলেন। কিন্তু গানটি রাখলে ছবির আকার বড় হয়ে যাবে এমন দাবি করে নির্মাতারা গানটি বাদ দেন। নির্মাতাদের এরকম সিদ্ধান্ত কিছুটা হলেও সন্দেহের সৃষ্টি করেছে।
 
গত ডিসেম্বরে জ্যাকুলিনের মাতৃভূমি শ্রীলঙ্কায় গিয়েছিলেন সালমান খান। জ্যাকুলিনের রেস্টুরেন্ট দেখতে এবং একটি দাতব্য কাজে সেখানে গিয়েছিলেন সালমান। জানুয়ারি মাসে ‘রয়’ ছবির প্রচারণায় সালমানের উপস্থাপনায় ‘বিগবসে’ গিয়েছিলেন জ্যাকুলিন। এরপর থেকে প্রেক্ষাপট পাল্টাতে থাকে।
 
তবে এ বিষয়ে জ্যাকুলিনের কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

No comments:

Post a Comment