Sunday, June 7, 2015

সমালোচকদের জবাব দিলেন নেইমার



সমালোচকদের জবাব দিলেন নেইমার

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইউভেন্তুসকে হারাতে দলের তৃতীয় শেষ গোল করা নেইমার ম্যাচ শেষে সমালোচকদের জবাব দিয়েছেন। বার্সেলোনার ফরোয়ার্ড মনে করেন, এখন আর তাকে নিয়ে কেউ উল্টা-পাল্টা কিছু বলতে পারবে না
শনিবার রাতে বার্লিনে ইউভেন্তুসকে - গোলে হারিয়ে ট্রেবল জয়ের আনন্দে ভাসে বার্সেলোনা।

ইভান রাকিতিচের গোলে ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। আলভারো মোরতার গোলে দ্বিতীয়ার্ধে ম্যাচে সমতা আনে ইউভেন্তুস। কিন্তু লুইস সুয়ারেসের ৬৮তম মিনিটের গোলে আবার এগিয়ে যায় বার্সেলোনা। ম্যাচের শেষ মিনিটে অসাধারণ ফিনিশিংয়ে ব্যবধান বাড়ান নেইমার।

ম্যাচ শেষে জয়ের আনন্দে কেঁদে ফেলা ব্রাজিলের তারকা জানান, চ্যাম্পিয়ন্স লিগের এই শিরোপা জয় তার ক্যারিয়ারের সেরা মুহূর্ত।

এরপর সমালোচকদের উদ্দেশ করে নেইমার বলেন, “এই গল্পের অংশ হতে পেরে আমি খুব খুশি। এখন আমি মনে করি, আমাকে দোষারোপ করার আর কিছু নাই। আমাকে বলার মতো তাদের আর বেশি কিছু নাই।

ম্যাচ শেষে অনুভুতি জানানোর ভাষাও হারিয়ে ফেলেছিলেন ব্রাজিলের অধিনায়ক।

আমি জানি না, কি বলা উচি এটা বিশেষ এক অনুভূতি। দলের সঙ্গে চ্যাম্পিয়ন হওয়া অন্য কিছু।

শেষ মুহূর্তে করা গোলটিতে যৌথভাবে এবারের চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা হয়ে যান নেইমার। দশ গোল নিয়ে তার সঙ্গে আছেন বার্সেলোনা সতীর্থ লিওনেল মেসি আর রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো

No comments:

Post a Comment