Sunday, June 7, 2015

আগুয়েরোর হ্যাটট্রিকে আর্জেন্টিনার বড় জয়



আগুয়েরোর হ্যাটট্রিকে আর্জেন্টিনার বড় জয়

রোববার সান হুয়ানে সের্হিও আগুয়েরোর হ্যাটট্রিক আর আনহেল দি মারিয়ার জোড়া গোলে বলিভিয়াকে - ব্যবধানে হারায় আর্জেন্টিনা।

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলার জন্য বলিভিয়ার বিপক্ষে ম্যাচে ছিলেন না বার্সেলোনার মেসি হাভিয়ের মাসচেরানো আর ইউভেন্তুসের কার্লোস তেভেস। তবে বলিভিয়াকে উড়িয়ে দিতে আর্জেন্টিনার কোনো কষ্টই হয়নি।

প্রথম গোল পেতে অবশ্য ২৪তম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় মার্তিনোর দলকে। পেনাল্টি বক্সের ঠিক বাইরে থেকে অসাধারণ এক কোনাকুনি শটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন দি মারিয়া।

চার মিনিট পর পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন আগুয়েরো। ৩০তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে - ব্যবধানে এগিয়ে দেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড।

এরপর হ্যাটট্রিক পূর্ণ করেন আগুয়েরো, আর পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন দি মারিয়া।

শনিবার অন্য ম্যাচে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন উরুগুয়ে - গোলে হারায় গুয়াতেমালাকে। পিএসজির ফরোয়ার্ড এদিনসন কাভানি করেন জোড়া গোল।  

আরেকটি প্রস্তুতি ম্যাচে রাদামেল ফালকাওয়ের একমাত্র গোলে কোস্টা রিকাকে হারিয়েছে কলম্বিয়া
চিলিতে এবারের কোপা আমেরিকা শুরু হবে ১১ জুন। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক চিলি ইকুয়েডরের বিপক্ষে খেলবে।
প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার এবারের কোপা আমেরিকা অভিযান শুরু হবে ১৩ জুন।বিগ্রুপে আর্জেন্টিনার বাকি দুই প্রতিপক্ষ উরুগুয়ে জ্যামাইকা

No comments:

Post a Comment