Thursday, June 25, 2015

আলিয়ার ভক্ত ৫০ লাখ!

আলিয়ার ভক্ত ৫০ লাখ!
আলিয়ার ভক্ত ৫০ লাখ!
 
বলিউড সুন্দরী আলিয়া ভাট। অল্প সময়ের মধ্যেই বলিউডে নিজের একটি ইমেজ তৈরি করে নিতে পেরেছেন। প্রথম ছবি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর পর আর পিছে ফিরে তাকাতে হয়নি তাকে। আবার শুরুটাও হয়নি কোনো তারকা সহশিল্পীর সাথে অভিনয় দিয়ে। এরইমধ্যে অসংখ্য ভক্ত এই অভিনেত্রীর। আর তার প্রমাণ পাওয়া গেল সম্প্রতি তার টুইটার ফলোয়ার দেখে। টুইটারে ৫০ লাখ ফ্যান-ফলোয়ার রয়েছে ২২ বছর বয়সী এই বলিউড অভিনেত্রীর। আর এই খুশিতে আলিয়া টুইট করে জানিয়ে দেন তার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা। তিনি টুইট করেন, ‘‘আহ! ৫০ লাখ! উহুহু! থ্যাংক ইউ। তোমরা আমাকে অনেক খুশি করেছ! আর এ উপলক্ষে আজ সন্ধ্যা ৬টায় চ্যাট হবে! অনেকক্ষণ পর্যন্ত!’

No comments:

Post a Comment