বিশ্বের প্রথম ব্যাটারিচালিত বিমান চীনে
বিশ্বে প্রথম ব্যাটারিচালিত বিমান তৈরি করেছে চীন। দেশটির শেনইয়াং অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় ও লিয়াওনিং জেনারেল এভিয়েশন একাডেমি যৌথভাবে বিমানটি তৈরি করেছে।
এর নির্মাণকারীরা জানিয়েছে, বিমানটির মোটরগুলোতে বিদ্যুৎ সরবরাহকারী ব্যাটারিগুলো দুই ঘণ্টায় চার্জ হয়। আর একবার চার্জ করে ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে একটানা ৪৫ মিনিট থেকে এক ঘণ্টা উড়তে পারে।
বিএক্স১ই সিরিজের এই বিমানের ডানার দৈর্ঘ্য ১৪.৫ মিটার। ২৩০ কেজি ভার বহনে সক্ষম এই বিমান ৩ হাজার মিটার উঁচুতে উঠতে পারে।
প্রতিটা প্লেন তৈরিতে এক লাখ ৬৩ হাজার মার্কিন ডলার খরচ পড়েছে বলে জানিয়েছে শেনইয়াং অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়। এগুলো বৈমানিক প্রশিক্ষণ, পর্যটন, আবহাওয়া পর্যবেক্ষণ ও উদ্ধার অভিযানে ব্যবহার করা যাবে বলে জানানো হয়। সূত্র: জিনিউজ
No comments:
Post a Comment