অভিনেতা আহমেদ শরীফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
চেক প্রতারণার একটি মামলায় আদালতের সমনে হাজির না হওয়ায় অভিনেতা আহমেদ শরীফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
ঢাকার মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান সোমবার এই গ্রেপ্তারি পরোয়ানা জারির এ আদেশ দেন।
এক লাখ ৬৭ হাজার টাকার চেক প্রতারণার অভিযোগে মোশারফ হোসেন সুমন নামের এক ব্যবসায়ী গত ৫ মার্চ মাসে এই মামলা দায়ের করেন।
বাদীর আইনজীবী রোকন রেজা শেখ জানান, ওইদিন মামলা গ্রহণ করে আদালত আহমেদ শরীফকে আদালতে হাজির হতে সমন জারি করে। তিনি হাজির না হওয়ায় তার বিরুদ্ধে পরোয়ানা জারির আবেদন করা হয়। সে আবেদন শুনে বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, আহমেদ শরীফের কাছে বাদী মোশারফ হোসেনের ১ লাখ ৬৭ হাজার টাকা পাওনা ছিল। সেই টাকা পরিশোধের জন্য আহমেদ শরীফ তাকে ইস্টার্ন ব্যাংকের একটি চেক দেন। ওই টাকা তোলার জন্য তিনি দুই দফা ব্যাংকে জমা দিলেও তা প্রত্যাখ্যাত হয়।
এরপর বাদী উকিল নোটিস দিলেও পওনা টাকা ফেরত না দেওয়ায় আহমেদ শরীফের বিরুদ্ধে মামলা করা হয়।
No comments:
Post a Comment