দুই সমপ্রেমী বান্ধবীকে পুলিশে দিল পরিবার
বিয়ে করতে চেয়ে গ্রাম ছেড়ে পালালেন অভিন্ন হৃদয় দুই বান্ধবী। কিন্তু শেষরক্ষা হল না। এক বান্ধবীর পরিবার অভিযোগ দায়ের করল অন্য বান্ধবী ও তাঁর পরিবারের বিরুদ্ধে। দুই বান্ধবীকে তাঁদের স্বজনরা তুলে দিলেন পুলিশের হাতে। চাঞ্চল্যকর এই ঘটনা বিহারের মধুবনী জেলার।আমেরিকার সুপ্রিম কোর্ট সম্প্রতি সমকামী বিয়েতে সম্মতি দিলেও ভারতে এখনো আইনসিদ্ধ নয় সমকামী বিয়ে। কিন্তু তিন বছর লিভ ইন করার পর বিয়ে করতে চান নাজমা খাতুন ও নীলম কুমারী।বাড়ি ছেড়ে পালান তাঁরা। নীলমের পরিবার নাজমা ও তাঁর পরিবারের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানায়। আট বছর আগে বিয়ে হয় নাজমার। একটি কন্যা সন্তানও রয়েছে তাঁর। সেই কন্যা সন্তানকে নিজেদের সন্তান হিসাবেই মানুষ করতে চান নীলম ও নাজমা। সূত্র: কলকাতা
No comments:
Post a Comment