Thursday, June 25, 2015

‘নিজেকে খানিকটা ভেঙে সাজাচ্ছি’

‘নিজেকে খানিকটা ভেঙে সাজাচ্ছি’
‘নিজেকে খানিকটা ভেঙে সাজাচ্ছি’
দেশের জনপ্রিয় ও গুণী সংগীতশিল্পী সুবীর নন্দী। চলতি সময়ে তিনি তার নতুন অ্যালবাম নিয়ে ব্যস্ত আছেন। ঈদের পর অ্যালবামটি বাজারে আসছে।
 
গানগুলো সাজানোর কাজ চলছে এখন। শিগগিরই গানগুলোতে কণ্ঠ দেবেন তিনি। অ্যালবামের গানগুলো লিখেছেন মোয়াজ্জেম হোসেন ফিরোজ। সুর করেছেন গোলাম সারোয়ার। গানগুলোতে খানিকটা ভিন্ন ধাঁচ রাখা হয়েছে। কবিতার ঢঙে গানগুলো লেখা হয়েছে। অ্যালবাম প্রসঙ্গে সুবীর নন্দী বলেন, ‘বেশ যত্ন করে অ্যালবামের গানগুলো করা হচ্ছে। গানগুলো আমি সময় নিয়েই করছি। তাড়াহুড়ো করতে চাই না। তবে শ্রোতারা এই অ্যালবামে আমাকে ভিন্ন রূপে পাবেন। শ্রোতার মূলত আমার যে ধাঁচের গান শোনেন সেখান থেকে নতুনত্ব ও ভিন্নতা আনার চেষ্টা করেছি। আমার শুরুর সময়ের শ্রোতা আর এখনকার শ্রোতাদের মধ্যে পার্থক্য রয়েছে। তরুণ প্রজন্ম গানের অনেক বড় একটা অংশের শ্রোতা। তাই নিজেকে খানিকটা ভেঙে সাজাচ্ছি।’

No comments:

Post a Comment