চেহারা দেখে শনাক্ত করবে ফেসবুকের নতুন প্রযুক্তি
ফেসবুকের নতুন এই স্পর্শকাতর প্রযুক্তি সম্পর্কে বলা হয়, মানুষের দেহের কাঠামো, পোশাক ইত্যাদি বিশ্লেষণ করেই মুখ ঢেকে রাখা মানুষটি কে, তা বলে দেবে ফেসবুক। এই প্রযুক্তি ব্যবহার করে মুখ ঢেকে রাখা মানুষটি ফেসবুকে কোনো ছবি আপলোড করে থাকলে তাও বের করে ফেলা সম্ভব হবে।
ইতিমধ্যে ফেসবুকের সংশ্লিষ্ট বিষয়ে কিছু স্পর্শকাতর প্রযুক্তি রয়েছে। ফেসবুক ছবি দেখে মানুষটিকে শনাক্ত করা, তাদের নাম ট্যাগ করে এবং বিশেষ মুহূর্ত থেকে তাদের বেশ কয়েকটি ছবি খুঁজে বের করতে সক্ষম।
এ কাজটি করতে গবেষকরা ফ্লিকার থেকে ৪০ হাজার মানুষের ছবির নেটওয়ার্ক ব্যবহার করেছে। যে অ্যালগোরিদম তৈরি করা হয়েছে তা ৮৩ শতাংশ সফলভাবে কাজ করছে।
চেহারা শনাক্তকরণ প্রযুক্তি এর আগে বহুবার নানা তর্কের জন্ম দিয়েছে। এর আগে এমন প্রযুক্তি বন্ধ করে দেওয়া হয়েছে ইউরোপে। এখন ফেসবুকের এমন পদক্ষেপের ভবিষ্যত কি হয়, তা সময় হলে দেখা যাবে।
No comments:
Post a Comment