সমকামী প্রেমে মজেছেন বলি-সেলেবরা
গত ২৬শে জুন আমেরিকা যুক্তরাষ্ট্রের ৫০টি প্রদেশে সমলিঙ্গ বিবাহ আইনী স্বীকৃতি পায়। এই উপলক্ষে সোশাল মিডিয়ার উচ্ছ্বাস ও আনন্দের মিছিলে সামিল হয়েছেন পৃথিবীর সবপ্রান্তের বিখ্যাত মানুষেরাও। বলিউডের সেলেবরাও বাদ নেই সেই দৌড় থেকে।
সোনাম কাপুর থেকে ঈশা গুপ্তা কিংবা নিমরত কাউর থেকে সেলিনা জেটলি সবার টুইটারে সমকামী প্রেমের প্রতীক রামধনু রং। আমেরিকার এই রায়কে স্বাগত জানিয়ে তারা যে ভারতেও প্রগতির অপেক্ষা করছেন সেকথাও জানাচ্ছেন তারা।
No comments:
Post a Comment