দুশ’ কোটি ছাড়ালো 'তানু ওয়েডস মানু রিটার্নস'-এর আয়
মুক্তির ১০ দিনে ভারতের বাইরে সিনেমাটি আয় করেছে ৪০ কোটি রুপি। এর মধ্যে সবচেয়ে বেশি সংগ্রহ ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে, ১৩ কোটি রুপি। এছাড়া সংযুক্ত আরব আমিরাত, কানাডা, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড এবং অস্ট্রেলিয়াতেও ভালো ব্যবসা করেছে 'তানু ওয়েডস মানু রিটার্নস'।চলতি বছরের প্রথম ব্লকবাস্টার হিট হওয়ার সৌভাগ্য অর্জন করেছে 'তানু ওয়েডস মানু রিটার্নস'। শুধুমাত্র ভারতে সিনেমাটির এখন পর্যন্ত আয় হয়েছে ১৬২ কোটি রুপি।
২০১১ সালের সিনেমা 'তানু ওয়েডস মানু'র এই সিকুয়াল পরিচালনা করেছেন ‘রানঝানা’ খ্যাত নির্মাতা আনন্দ এল রাই। এতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন কাঙ্গানা। এছাড়াও অভিনয় করেছেন আর মাধভান, জিমি শেরগিল এবং সোয়ারা ভাস্কার।
No comments:
Post a Comment