Sunday, June 7, 2015

আরও গোপন হচ্ছে ফেসবুক

আরও গোপন হচ্ছে ফেসবুক

আরও গোপন হচ্ছে ফেসবুক। এবার থেকে আপনি না চাইলে হ্যাকারতো দূর সরকারও পারবে না আপনার উপর নজরাদারি চালাতে। ফেসবুকের এই নয়া গোপন ব্যবস্থার নাম দেওয়া হয়েছে পিজিপি প্রসেস অর্থাপ্রিটি গুড প্রাইভেসি। আগামী কয়েকদিনের মধ্যে আত্মপ্রকাশ করতে চলা এই ব্যবস্থা চালু হলে আপনি যাকে চাইবেন কেবল সেই দেখতে পারবে আপনার পাঠানো মেসেজ এনকেরিপ্ট ব্যবস্থার মাধ্যমে নামের ঠিকানা কেবল বদলে দিতে হবে এই যা। এই ব্যবস্থার মাধ্যমে কেবল মেসেজই নয় ছবি, নাম হাইড করে রাখা যাবে স্টেটাসও
ফেসবুক সহ সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটের উপর নজরদারি চালানর অপরাধে আমেরিকা সহ বেশ কয়েকটি রাষ্ট্রের উপর আঙুল তুলেছে মানবাধিকার সংস্থাগুলি। এমনকী বিভিন্ন দেশের বেশ কয়েকটি ওয়েবসাইটের উপর নজরদারি চালানর দায়ে বন্ধ করে দেওয়া হয়েছে সরকারি সংস্থাকে

No comments:

Post a Comment