অভিবাসনপ্রত্যাশীদের বিরুদ্ধে বিক্ষোভ করবে বৌদ্ধরা
সাগর থেকে উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদের সাময়িক আশ্রয় দেয়ার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে মিয়ানমারের রাখাইন প্রদেশের চরমপন্থিরা বৌদ্ধরা। শনিবার এ বিষয়ে তারা সরকারি কর্মকর্তাদের আল্টিমেটাম দিয়েছে।
রাখাইন প্রদেশে বসবাসরত রোহিঙ্গা মুসলমানদের মিয়ানমারের নাগরিক বলে স্বীকার করে না দেশটির সরকার। তাদের দাবি রোহিঙ্গারা বাংলাদেশি। তারা অবৈধভাবে মিয়ানমারে বসবাস করছে। ২০১২ সালে বৌদ্ধ ভিক্ষুদের সহিংসতার শিকার হওয়ার পর প্রায় এক লাখ রোহিঙ্গা দেশ ছেড়ে পালিয়ে যায়। এছাড়া রোহিঙ্গারা নির্যাতন ও নিপীড়নের হাত থেকে বাঁচতে প্রতিনিয়তই দেশ ছেড়ে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। সম্প্রতি সাগর থেকে মানবপাচারকারীদের শিকার প্রায় চার হাজার অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড ও মিয়ানমার। তাদের অধিকাংশই রোহিঙ্গা। তবে তাদের মধ্যে বেশ কিছু বাংলাদেশি নাগরিকও রয়েছে। গত মাসে আন্দামান ও বঙ্গোপসাগর থেকে নয় শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়। এদেরকে মিয়ানমারের মংডু প্রদেশে সাময়িক আশ্রয় দেয়া হয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের পরিচয় নিশ্চিতের পর বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানো হবে।
উদ্ধার হওয়া রোহিঙ্গাদের ‘বাংলাদেশি’ দাবি করে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানিয়ে বৌদ্ধ ভিক্ষুরা রাখাইন প্রদেশের রাজধানী সিতিউইতে বৈঠক করেছে।
বৈঠকে অংশগ্রহণকারী সোই নাইং বলেন, বাংলাদেশ থেকে আসা ‘বাঙ্গালিদের’ রাখাইন রাজ্যে রাখার প্রতিবাদে ১৪ জুন বিক্ষোভ করার বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। আমরা রাজ্যের অন্যান্য শহরগুলির সঙ্গে যোগাযোগ করবো ওই দিনের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়ার জন্য।’
No comments:
Post a Comment