Tuesday, June 9, 2015

‌'দেশের সব রেলপথ ডুয়েলগেজে রূপান্তরিত হবে'

‌'দেশের সব রেলপথ ডুয়েলগেজে রূপান্তরিত হবে'
‌'দেশের সব রেলপথ ডুয়েলগেজে রূপান্তরিত হবে'
রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, বর্তমান সরকারের আমলেই ঢাকা-চট্টগ্রামসহ সমগ্র বাংলাদেশের রেলপপথ ডাবল লাইন নির্মাণ শেষে ডুয়েলগেজে রূপান্তরিত করা হবে। 
 
মঙ্গলবার দুপুরে আশুগঞ্জ-ভৈরব মেঘনা নদীর উপর দ্বিতীয় রেলসেতু নির্মাণ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনে এসে মন্ত্রী আশুগঞ্জ নৌবন্দরে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন।মন্ত্রী আরো বলেন, লাকসাম থেকে চট্টগ্রাম পর্যন্ত ডাবল লাইন নির্মাণ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। ২০১৬ সালের মধ্যে ঢাকা-চট্টগ্রাম লাইনে সকল কাজ শেষ করা হবে।
 
তিনি বলেন, ভারতের অর্থায়নে নির্মিত আশুগঞ্জ-ভৈরব দ্বিতীয় রেলসেতুর ৪০ শতাংশ নির্মাণ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। এই রেলসেতুটি নির্মিত হলে ঢাকা-চট্টগ্রাম রেলপথে যাতায়াতকারী সাধারণ যাত্রীরা বর্তমান সময়ের চেয়ে দুই থেকে তিন ঘণ্টা আগেই গন্তব্যে পৌঁছাতে পারবেন। 
 
মন্ত্রী বলেন, রেলসেতু নির্মাণ হলে ঢাকা-চট্টগ্রাম রেলপথে চলমান ট্রেনের পাশাপাশি আরো বেশ কয়েকটি নতুন ট্রেন যুক্ত করা হবে।
 
পরে রেলপথমন্ত্রী দ্বিতীয় ভৈরব রেলসেতু প্রকল্পের কর্মকর্তাদের নিয়ে প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
 
এ সময় অন্যান্যের মধ্যে রেল মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ফিরোজ সালাহউদ্দিন, রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, মহাব্যবস্থাপক (পূর্বাঞ্চল) মোজাম্মেল হক, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, দ্বিতীয় ভৈরব রেলসেতুর প্রকল্প পরিচালক আবদুল হাই প্রমুখ উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, ভারতীয় ৫৬৭ কোটি ১৬ লাখ টাকা অর্থায়নে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ভৈরব ও আশুগঞ্জ অংশে মেঘনা নদীর ওপর দ্বিতীয় রেলওয়ে সেতুর নির্মাণ কাজ চলছে। আগামী ২০১৬ সালের ডিসেম্বর মাসে এই রেলসেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

No comments:

Post a Comment