কর্মজীবী মায়েরা চায় ডে কেয়ার
আজ বিশ্ব মা দিবস। মা দিবসে দুজন কর্মজীবী মা প্রকাশ করলেন নিজ নিজ সন্তানকে রেখে কাজে যাবার অনুভূতি।
তাসনিম খান। পেশায় চিকিৎসক। এখনও পড়তে হয় প্রচুর। একমাত্র কন্যার বয়স তিন বছর। “আমি এখনও কাজ আর পড়ালেখা পাশাপাশি চালিয়ে যাচ্ছি। শুধু মা হওয়ার পর কিছুদিন পড়ালেখা বন্ধ ছিল”।কাজের সুবাদে বাইরে গেলে সন্তানকে দেখাশোনার ব্যাপারে তিনি জানান, “বাসায় মেয়েকে দেখাশোনা করার জন্যে একজন মানুষ আছেন। বাকি সময়টা আমি ও আমার স্বামী ভাগ করে নিয়েছি।
“আমি ওর কাছে না থাকলে ওর বাবা থাকেন”। সন্তানকে ছেড়ে কাজে যেতে তার বেশ খারাপ লাগে বলে জানান।
আরেক কর্মজীবী মা রিপা আক্তার। তিনি শিক্ষকতা করেন একটি স্কুলে। কাজের জন্যে বাইরে যেতে হয় বলে সন্তানকে ঠিকমতো সময় দিতে পারেন না। তিনি জানান, মা কাছে না থাকায় সন্তানের মনেও থাকে অস্থিরতা। মা সন্তানকে যেভাবে গড়ে তোলেন, তা বাইরের লোক দিয়ে হয় না।
“সন্তান শৈশবে মায়ের সান্নিধ্য না পেলে তাদের উপর অনেক নেতিবাচক প্রভাব পড়তে পারে”, বলেন রিপা আক্তার। সন্তানের কাছে সব সময় থাকতে পারেন না তাই কাজে গিয়েও বাচ্চার কথা মনে পড়ে।”
তিনি দেশে ডে-কেয়ার সেন্টার গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন।
-
No comments:
Post a Comment