গেইম
খুনি খোঁজার খেলা
নামকো বান্দাই,
আটারি, ওয়ার্নার
ব্রাদার্স গেইমারদের কাছে বেশ জনপ্রিয়
নাম। বিভিন্ন
সময় এ
তিন প্রতিষ্ঠানের
নামে বাজারে
এসেছে বিখ্যাত
সব গেইম।
কিছুদিন আগে
এই তিন
প্রতিষ্ঠান একজোট হয়েছে। তাদের তৈরি
গেইম 'দ্য
উইচার ২
: অ্যাসাসিন্স অব কিংস'। বাজারে
রয়েছে গেইমটির
পিসি ও
এক্সবক্স সংস্করণ।উইচার গোত্রের জনসংখ্যা কম হলেও ক্ষমতায় এরা অনেক এগিয়ে। দৈত্যদের সঙ্গে লড়াই আর জাদুর ক্ষমতার পাশাপাশি তলোয়ার হাতেও এদের রয়েছে সমান দক্ষতা। এই গোত্রেরই একজন জেরাল্ট। টেমেরিয়া গোত্রের রাজা ফল্টেস্টের দেহরক্ষী তিনি। হঠাৎ খুন হলেন রাজা। এই গোত্রের বিশেষ বাহিনী ব্লু স্ট্রিপস খুনের জন্য দায়ী করল জেরাল্টকে। একসময় জানা গেল, খুন করেনি জেরাল্ট। তাহলে খুনি কে? জানার জন্য খেলতে হবে 'দ্য উইচার ২ : অ্যাসাসিন্স অব কিংস'।
ধরাবাঁধা কাহিনী নেই এ গেইমে। সিদ্ধান্তের ভিন্নতায় বদলে যাবে কাহিনীও। গেইমটি শুরু করা যাবে চার ভাবে, আর শেষ করা যাবে ১৬ ভাবে! এতেই বোঝা যাচ্ছে এর ব্যাপ্তি কত বিশাল। তবে দীর্ঘ কাহিনী মোটেই বিরক্তির উদ্রেক করবে না।
বর্ম, বন্দুক, তলোয়ার- এ ধরনের অস্ত্রের সাহায্যে আপনাকে লড়াই করতে হবে। শিখতে হবে বিভিন্ন জাদু। এ জাদু দিয়ে শত্রুর গায়ে আগুন ছুড়ে তাদের বেহুঁশ করে দিতে পারবেন, এমনকি পাথরও বানিয়ে ফেলতে পারবেন। তলোয়ার হাতে বড় বড় লাফ আর ডিগবাজি খেয়ে শত্রুকে কাবু করতে পারবেন। এভাবে স্কিল পয়েন্ট ও লেভেল বাড়ানো যাবে। ট্রেইনিং, সোর্ডম্যানশিপ, ম্যাজিক ও আলকেমি- এ চার বিভাগে যত দক্ষ হবেন, শত্রু নিয়ন্ত্রণ তত সহজ হবে। এ ছাড়া বিভিন্ন সরঞ্জাম দিয়ে বানিয়ে নিতে পারবেন নতুন নতুন অস্ত্র। বেশি শত্রুকে একবারে কাবু করার জন্য বিভিন্ন জায়গায় ফাঁদ পাততে পারেন।
টাকা ও দক্ষতা বাড়ানোর জন্য ছোট কিছু গেইম আছে এতে। জুয়ায় জিতে নিতে পারেন মোটা অঙ্কের টাকা। মুষ্টিযুদ্ধে অংশ নিয়ে জিততে পারলে টাকা ও খ্যাতি- দুটিই বাড়বে।
প্রাচীন রসায়নশাস্ত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এ গেইমে। যেমন- বিভিন্ন তরল মিশিয়ে তৈরি করা যাবে শক্তি বাড়ানোর এবং অন্ধকারে দেখতে পাওয়ার পথ্য। তবে এ পথ্য বিষাক্ত হলে শরীরের বিষাক্ততার মাত্রা বেড়ে যেতে পারে। তখন কোনো নির্জন জায়গায় গিয়ে ধ্যান করে এই মাত্রা কমিয়ে নিতে হবে!
গেইমটির গ্রাফিকস বেশ ভালো মানের। হ্রদের টলটলে পানিতে ভোরের সূর্যের উজ্জ্বল প্রতিফলন, গুহার মধ্যে আঁকা বিচিত্র কারুকার্য, সবুজ প্রকৃতি- এসব ছবি ক্ষেত্রবিশেষে বাস্তবের চেয়েও সুন্দর। মধ্যযুগীয় ফ্যান্টাসি প্রতিটি লেভেলেই অক্ষুণ্ন রাখা হয়েছে। ছোট-বড় সব চরিত্রের জন্যই মানানসই ভয়েস অ্যাক্টিং ব্যবহার করা হয়েছে।
ব্যবসাসফল এ গেইমটিকে বিভিন্ন গেইম ম্যাগাজিন গড় রেটিং দিয়েছে ১০-এ ৯.৬।
খেলতে ন্যূনতম যা লাগবে
- ইনটেল কোর টু ডুয়ো ই ৪৫০০ বা সমমানের এএমডি প্রসেসর
- ১ গিগাবাইট র্যাম
- এনভিডিয়া জিফোর্স ৮৮০০ গ্রাফিকস কার্ড
- হার্ডডিস্কে ১৬ গিগাবাইট খালি জায়গা
খেলতে পারবে
১৮ বছর+
No comments:
Post a Comment