টেক মাস্টার
অনেক জেনেই গুগলে চাকরি
চাকরির জন্য বিশ্বের সবচেয়ে আকাঙ্ক্ষিত
প্রতিষ্ঠানের একটি গুগল। হবেই না
বা কেন?
এখানে শিক্ষানবিশ
হিসেবে যোগ
দিলেই বছরে
পাওয়া যায়
কমপক্ষে ৭০
হাজার মার্কিন
ডলার। আর
সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের বেতন বার্ষিক এক
লাখ ১৮
হাজার মার্কিন
ডলার থেকে
শুরু। একটু
অভিজ্ঞ হলেই
তা দেড়
লাখ ডলার
ছাড়িয়ে যায়।কিন্তু গুগলে চাকরি পাওয়া তো আর মুখের কথা নয়। বছরে আবেদন আসে আড়াই লাখ। এর মধ্যে নিয়োগ পায় মাত্র হাজার চারেক।
গুগলে কাজ করতে আগ্রহীদের জন্য একটি সংক্ষিপ্ত নির্দেশিকা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির 'এডুকেশনাল টিম'। এতে কয়েকটি বিষয়ে জোর দেওয়া হয়েছে।
* কম্পিউটার বিজ্ঞান বিষয়ের ভিত্তিজ্ঞান মজবুত হতে হবে। সি++, জাভা, পাইথনের মধ্যে অন্তত একটি প্রোগ্রামিং ভাষা খুব ভালোমতো জানতে হবে। পাশাপাশি জাভা স্ক্রিপ্ট, সিএসএস, রুবি ও এইচটিএমএল সম্পর্কে ধারণা থাকতে হবে।
* সফটওয়্যারের ত্রুটি শনাক্তে পারদর্শী হতে হবে।
* অবশ্যই গণিতে দক্ষ হতে হবে। নিয়োগের ক্ষেত্রে গণিতকে বিশেষ গুরুত্ব দেয় গুগল।
* এলগোরিদম ও ডাটা স্ট্রাকচারেও দক্ষতা থাকতে হবে।
* অপারেটিং সিস্টেমের ওপর দক্ষতা থাকতে হবে।
* গুগল যেহেতু রোবট নিয়ে কাজ করছে, তাই পরিচয় থাকতে হবে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে।
* প্রোগ্রাম কিভাবে লিখতে হয় তা জানতে হবে, অর্থাৎ কম্পাইল তৈরি জানতে হবে।
* সাইবার হামলার মাত্রা বিশ্বে অনেক বেড়ে গেছে। তাই ক্রিপ্টোগ্রাফি বা গুপ্ত-লিপির ওপর পারদর্শিতাকে ইদানীং গুরুত্ব দিচ্ছে গুগল।
য় জানতে হবে
প্যারালাল প্রোগ্রামিংও।
No comments:
Post a Comment