Thursday, June 25, 2015

অনিশ্চিত অনলাইন সংবাদ মাধ্যমের ভবিষ্যৎ'

অনিশ্চিত অনলাইন সংবাদ মাধ্যমের ভবিষ্যৎ'
'অনিশ্চিত অনলাইন সংবাদ মাধ্যমের ভবিষ্যৎ'
মোবাইল ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার ক্রমশ বাড়ার কারণে অনিশ্চিত হয়ে পড়তে পারে অনলাইন সংবাদ মাধ্যমগুলোর ভবিষ্যৎ।
 
মঙ্গলবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের রয়টার্স ইন্সটিটিউট ফর দ্য স্টাডি অব জার্নালিজম (আরআইএসজে) প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে অনলাইন সংবাদমাধ্যমগুলোর এই ভবিষ্যৎ চিত্র উঠে এসেছে।
 
গবেষণায় দেখা যাচ্ছে, অনলাইনে খবর পেতে দিন দিন মানুষ স্মার্টফোনের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়ছে। এর ফলে ডিজিটাল সংবাদমাধ্যম থেকে উপার্জন কঠিন হয়ে পড়ছে।
 
ফেসবুক ও গুগগুলের মতো 'থার্ড পার্টি'র সংবাদ বিতরণের কারণে সংবাদমাধ্যমগুলো সমস্যায় পড়ছে। এর সাথে স্মার্টফোনের মতো ছোট স্ক্রিনের ডিভাইসে বিজ্ঞাপন দেয়ার অসুবিধা, এবং 'অ্যাড ব্লকার' প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার অনলাইন সংবাদমাধ্যমগুলোর বাড়তি সমস্যা সৃষ্টি করছে।
 
গবেষণা প্রতিবেদনটিতে দেখা যাচ্ছে স্মার্টফোন ব্যবহারকারীরা যতটা সময় ফোনে ব্যয় করেন তার প্রায় অর্ধেক সময়ই খবর পড়েন।
 
রয়টার্স ইন্সটিটিউটের রিসার্চ ডিরেক্টর  রাসমুস ক্লেইস নিলসন বলেন, 'আমাদের গবেষণায় দেখা যাচ্ছে অধিকাংশ মানুষই খবর ভালবাসেন কিন্তু তার এর জন্য অর্থ ব্যয়, বিজ্ঞাপন, কিংবা স্পন্সরড কনটেন্ট দেখতে আগ্রহী নন।'
 
দুই তৃতীয়াংশের বেশি স্মার্টফোন ব্যবহারকারী খবর পড়তে অ্যাপ ডাউনলোড করলেও তাদের মধ্যে মাত্র এক তৃতীয়াংশ ব্যবহারকারী সপ্তাহে একবার অ্যাপ ব্যবহার করে খবর পড়েন। এর চেয়ে বরং সামাজিক যোগাযোগ মাধ্যম, মেসেজিং অ্যাপ, ইমেইল ও মোবাইল নোটিফিকেশনের মতো ফিচারগুলো থেকে পাঠকদের অনলাইনের খবর পড়ার প্রবণতা বেশি বলে গবেষণাটিতে উঠে এসেছে। তবে এই মাধ্যমগুলোতে পাওয়া খবরের বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ রয়েছে পাঠকদের মধ্যে।

No comments:

Post a Comment