Thursday, June 25, 2015

সিঙ্গাপুরে ২০১৭ সালে বন্ধ হচ্ছে সব ধরনের টুজি সেবা

সিঙ্গাপুরে ২০১৭ সালে বন্ধ হচ্ছে সব ধরনের টুজি সেবা
সিঙ্গাপুরে ২০১৭ সালে বন্ধ হচ্ছে সব ধরনের টুজি সেবা
ক্রমেই নতুন নতুন প্রযুক্তির আগমনে পুরোনো হয়ে যাচ্ছে আগের প্রযুক্তি। এর মধ্যে অনেক প্রযুক্তিই হারিয়ে যাচ্ছে কালের আবর্তে। মোবাইল সেবার ক্ষেত্রে তেমনি প্রথম প্রজন্মের সেবা এর মধ্যেই হারিয়ে গেছে। এখনও বিশ্বের বেশিরভাগ দেশেই টুজি নেটওয়ার্ক মোবাইল সেবার প্রধানতম মাধ্যমে পরিণত হলেও খুব দ্রুতই থ্রিজি এবং ফোরজি নেটওয়ার্ক সেই জায়গা দখল করে নিচ্ছে। এর মধ্যে সিঙ্গাপুরে ২০১৭ সাল থেকে বন্ধ হয়ে যাচ্ছে টুজি মোবাইল সেবা। ওই সময় থেকে কেবল থ্রিজি ও ফোরজি সেবাই স্থান করে নেবে মোবাইল সেবার মাধ্যম হিসেবে। সিঙ্গাপুরের প্রধান তিন টেলিকম অপারেটর এমওয়ান, সিংটেল এবং স্টারহাব যৌথ বিবৃতিতে এই কথা জানিয়েছে। তারা জানিয়েছে, সিঙ্গাপুরে স্মার্টফোনের উচ্চহারে ব্যবহারের কারণে গ্রাহকদের কাছে ক্রমেই থ্রিজি ও ফোরজি সেবা জনপ্রিয় হয়ে উঠছে। তাতে করে টুজি মোবাইল সেবা বাতিলের খাতায় চলে যাচ্ছে। এর ফলে ২০১৭ সালের এপ্রিল মাস থেকে টুজি মোবাইল নেটওয়ার্কে ভয়েজ, ডাটা কিংবা মেসেজিং সেবার কোনোটিই তারা চালু রাখবে না। সিঙ্গাপুরের শীর্ষ এই তিন টেলিকম অপারেটর জানায়, গ্রাহকদের আগ্রহ বিবেচনা করে তারা নিজেরাও গত কয়েক বছর ধরে গ্রাহকদের থ্রিজি ও ফোরজি সেবা ব্যবহারে উদ্বুদ্ধ করার প্রয়াস চালিয়ে আসছে। যে কারণে এখন খুব অল্পসংখ্যক গ্রাহকই টুজি সেবা ব্যবহার করে থাকে। ২০১৭ সালের এপ্রিল মাস আসতে আসতে বাকি গ্রাহকরাও থ্রিজি ও ফোরজি সেবার আওতায় চলে আসবে বলে আশা প্রকাশ করেছে তারা। এই তিন অপারেটরের বাইরে সিঙ্গাপুরের মোবাইল ব্যবহারকারীর সংখ্যা খুবই থাকায় বলতে গেলে ওই সময় থেকে গোটা সিঙ্গাপুরেই বন্ধ হয়ে যাবে টুজি মোবাইল সেবা। উল্লেখ্য, সিঙ্গাপুরের এই তিন টেলিকম অপারেটরের মতোই একই কারণ দেখিয়ে ২০১৬ নাগাদ অস্ট্রেলিয়ায় টুজি সেবা বন্ধ করতে যাচ্ছে টেলস্ট্রা।

No comments:

Post a Comment