সানির
পুরুষ সহকর্মীর
স্ত্রীরা উদ্বিগ্ন!
মুম্বাই অভিনেত্রী সানি লিওন-এর পুরুষ সহকর্মীর স্ত্রীরা তাদের স্বামীদের নিয়ে চিন্তায় থাকেন। সানি নিজেই এমনটা জানিয়েছেন ভারতীয় গণমাধ্যমকে। তবে সহকর্মী পুরুষদের দিকে আলাদা নজর নেই তার, স্বামী ডানিয়েলের দিকেই তার যত ঝোঁক।
হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে সানি তার বলিউডে টিকে থাকার সংগ্রামের কথাও জানান। তিনি বলেন, একটা সময়ে যত খোলামেলা পোশাকে অভিনয় করতে হতো এখানে সেটা হয় না। তার জীবনের অনেক পরিবর্তন ঘটেছে বলিউডে এসে।
তবে তিনি বিনা যুদ্ধে বলিউড ছাড়তে নারাজ। সাম্প্রতিক বিভিন্ন আইনি জটিলতা মোকাবিলায় সানি ভারতীয় আইন ও বিচার ব্যবস্থাকে বুঝার চেষ্টা করছেন বলে জানান। তিনি বলেন, তাকে নিয়ে বিভিন্ন মহলে যে তৎপরতা চলছে তা তার শরীর, মন ও আত্মার ওপর বাড়তি চাপ তৈরি করছে।
তবে সজহেই তিনি ভারত ছেড়ে যাবেন না। তিনি মনেপ্রাণে নিজেকে একজন ভারতীয় বলে দাবি করেন।
No comments:
Post a Comment