Sunday, August 9, 2015

এডসেন্স এপ্রুভড এন্ড ম্যানেজমেন্ট [পর্ব-১] :: গুগল এডসেন্স পেতে আবেদন করবেন যেভাবে..?

এডসেন্স এপ্রুভড এন্ড ম্যানেজমেন্ট [পর্ব-১] :: গুগল এডসেন্স পেতে আবেদন করবেন যেভাবে..?

হোস্টেড একাউন্টের জ্বালায় অস্থির সবাই! সমস্যা একটাই ; ভাই আমার ব্লগস্পট ব্লগেও এ্যাড শো করে না। তাই আপনার জন্য এ্যাডসেন্স নিয়ে ধারাবাহিক টিউন।
make-money-using-google-adsense
গুগল এডসেন্স হলো পৃথিবীর বৃহত্তম বিজ্ঞাপন সংস্থা। এক অনলাইন মানি ম্যাকিং মিরাকেল বলা হয়। ব্লগিং করার মাধ্যমে আপনি খুব সহজেই এ্যাডসেন্স ব্যবহার করতে পারেন এবং শুরু করতে পারেন অনলাইনে আয়। বাংলাদেশের অনেক ব্লগারই তাদের ব্লগে গুগলের বিজ্ঞাপন প্রদর্শণ করাচ্ছে এবং প্রতিনিয়ত আয় করছেন। আপনিও যাতে বিষয়টি জানেন তাই গুগল এডসেন্স নিয়ে মার্কস আইটির ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালের আজ দেখুন 1st– পর্ব।
আজকের বিষয়ঃ

গুগল এডসেন্স পেতে আবেদন করবেন যেভাবে :

No comments:

Post a Comment