আল কায়দার বাংলাদেশ প্রধানসহ ১২ জঙ্গি আটক
ঢাকা, ২ জুলাই- জঙ্গি সংগঠন আল কায়দা বাংলাদেশের প্রধান সমন্বয়কারী ও উপদেষ্টাসহ ১২ জঙ্গিকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমান জিহাদী বই ও বেশ কয়েকটি ছুরি উদ্ধার করা হয়।
বুধবার (০২ জুলাই) গভীর রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া ইউংয়ের সহকারী পরিচালক মেজর মাকসুদুল আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আটককৃতদের মধ্যে প্রধান সমন্বয়করী মওলানা মাইনুল ইসলাম ও প্রধান উপদেষ্টা মুফতি জাফর আমিন রয়েছেন। তারা বাংলাদেশে দক্ষিণ এশিয়া ভিত্তিক আল কায়দার কার্যক্রম চালিয়ে আসছিলো।
তবে তাৎক্ষণিক ভাবে আটক সবার নাম জানা যায়নি।
এ বিষয়ে দুপুর ১২টায় র্যাব সদর দফতরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
No comments:
Post a Comment