Monday, June 8, 2015

মাত্র ২ সেকেন্ডে ভাঁজ করে ফেলুন টি-শার্ট

মাত্র ২ সেকেন্ডে ভাঁজ করে ফেলুন টি-শার্ট

নিজের টি-শার্ট বা শার্ট ভাঁজ করে না রাখার জন্য অনেক বকাঝকা শুনতে হয়েছে নিশ্চয়ই মায়ের কাছে? যারা বিবাহিত তারাও নিজের স্ত্রীর বেশ কড়া কথাও শুনে থাকে এইসকল জিনিস নিজে থেকে ভাঁজ করে না রাখার জন্য। গৃহিণীরাও সব সময় শার্ট, টি শার্ট ভাঁজ করতে করতে বিরক্ত। কিন্তু একটি টি-শার্ট ভাঁজ করতে ঠিক কতোটা সময় লাগে বলুন তো। ২ মিনিট? ৩ মিনিট? না একটি টি শার্ট ভাঁজ করতে লাগে মাত্র ২ সেকেন্ড সময়। বিশ্বাস হচ্ছে না? চলুন তবে দেখে নেয়া যাক কীভাবে টি-শার্ট ভাঁজ করবেন মাত্র ২ সেকেন্ডে।
 
  • প্রথমে টি-শার্টটি মাঝে, টেবিল বা বিছানার ওপর বিছিয়ে নিন।
  • এবার কলারের ২ ইঞ্চি পাশ থেকে সোজা একটি লাইন কল্পনা করুন। লাইনের মাঝে বুক বরাবর শার্টের অংশ বাম হাত দিয়ে চিমটি দিয়ে ধরুন।
  • এরপর কাঁধের অংশ ডান হাত দিয়ে একই ভাবে ধরুন। এরপর ডান হাতে ধরা কাঁধের অংশ সহ হাত উঠিয়ে বাম হাতের উপর দিয়ে লাইনের শেষ প্রান্ত ধরে নিন।
  • হাতে যে ক্রসের সৃষ্টি হয়েছে তা খুলে একটু ঝাড়া দিয়ে ওপর অংশ বিছিয়ে ভাঁজ করে দেখুন। কী সুন্দর ভাজ হয়ে গিয়েছে শার্টটি।
  • প্র্যাকটিসের মাধ্যমে মাত্র ২ সেকেন্ডেই এই কাজটি করে ফেলতে পারবেন। ( হাফ হাতা শার্ট ও টি-শার্ট এইভাবে ভাজ করতে পারবেন)।

No comments:

Post a Comment