ক্রিকেট বদলে দিচ্ছে ইমরান হাশমিকে!
ক্রিকেটে মজেছেন ইমরান হাশমি। দিনরাত পড়ে থাকছেন ব্যাট বল নিয়ে! ঘন্টার পর ঘন্টা ব্যাটিং প্রাকটিস করছেন, দিনে প্রায় ৫০ ওভার! সবকিছুই করছেন নিজেকে বদলে ফেলতে! হ্যাঁ, নিজের নতুন সিনেমা ‘আজহার’ এর জন্য নিজেকে বদলে মোহাম্মদ আজহারুদ্দিনে রূপান্তরিত করার এই লড়াই শুরু করেছেন বলিউডের নায়ক ইমরান হাশমি।
কাজটি যে খুব একটা সহজ নয় সেটি জানিয়ে ইমরান বলেন, 'আজহারের টেকনিক রপ্ত করা সহজ ব্যাপার? তবু চেষ্টা করছি। লেগ গ্লান্স নিজের ব্যাটিংয়ে তুলে আনাই সবচেয়ে কঠিন। এজন্য আমি ওয়েট ট্রেনিং করা বন্ধ করে দিয়েছি। শুটিং যতদিন না শেষ হবে, ততদিন যোগ ব্যায়ামে থাকব।’
ইমরান হাশমির চেষ্টায় মুগ্ধ হয়ে মোহাম্মদ আজহার ঘোষ্ণা করে দিয়েছেন, ‘সিনেমাটা বাজারে আসার পর ইমরানকে সবাই আজহার বলেই ডাকবে৷’
তার মানে পালটে যাচ্ছেন ইমরান হাশমি, হয়ে উঠছেন ক্রিকেটের আজহার!
No comments:
Post a Comment