Sunday, June 7, 2015

উইকেটরক্ষক ছাড়াই ফিল্ডিং



উইকেটরক্ষক ছাড়াই ফিল্ডিং!



 

শুক্রবার ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে নর্দাম্পটনের কাউন্টি গ্রাউন্ডে মুখোমুখি হয়েছিল নর্দাম্পটনশায়ার উস্টারশায়ার। জয়ের জন্য নর্দাম্পটনের যখন প্রয়োজন ওভারে ৬৭ রান, তখনই ওই উস্টারের অধিনায়ক ড্যারিল মিচেলের মাথায় খেলল ওই অদ্ভুত ভাবনা। অফ স্পিনার মইন আলির হাতে বল তুলে দিলেন। আর রান ঠেকানোর জন্য মাঠে আরেকজন বাড়তি ফিল্ডার পেতে উইকেট কিপার বেন কক্সকে বানিয়ে ফেললেন ফিল্ডার। কিপিং প্যাড-গ্লাভস খুলে কক্স ফিল্ডিংয়ে দাঁড়ালেন ফ্লাই-স্লিপে!
কৌশলটি বৈধ কিনা, নিয়ে দুই আম্পায়ার নিক কুক গ্রাহাম লয়েড মাঠে আলোচনা করেন বেশ কিছুক্ষণ। তারপর এভাবেই ম্যাচ চালানোর অনুমতি দেন। উস্টারের অধিনায়ক মিচেল পরে ম্যাচের বাকিটুকুতে স্পিনারদের বোলিংয়ে চালিয়ে যান এই কৌশল। সফলও হন। উস্টার ম্যাচ জিতে নেয় ১৪ রানে।
উস্টারের ক্রিকেট পরিচালক স্টিভ রোডস, খেলোযাড়ি জীবনে যিনি ছিলেন উইকেট-কিপার, কৌশলের বৈধতার ব্যখ্যা দেন ইএসপিএন ক্রিকইনফোকে, “ম্যাচে যখন প্রতিপক্ষের রান আটকানোর চেষ্টা থাকবে, তখন এই কৌশল বৈধ।
গত বছর ইংল্যান্ডে টেস্ট ম্যাচে অনেকটাই এরকম করে হইচই ফেলেদিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। একেবারে কিপার ছাড়া অবশ্য ছিল না সেবার। বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজার স্পিনে ধোনি কিপিং করেছিলেন পেসারদের বলে কিপিং করার মতোই উইকেটের অনেক পেছনে দাঁড়িয়ে।
জাদেজার বোলিংয়ের জন্য দুটি লেগ গালি ও একটি শর্ট ফাইন লেগ রাখতে চাইছিলেন ধোনি। কিন্তু আইন অনুযায়ী লেগ সাইডে স্কয়ারের পেছনে দুজনের বেশি ফিল্ডার রাখা যায় না। শর্ট ফাইন লেগ কাভার দিতে তাই পেছনে দাঁড়িয়েছিলেন ধোনি

No comments:

Post a Comment