আউটসোর্সিংয়ে নিশ্চিত আয়: প্রয়োজন দক্ষতা
একজন মানুষকে প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে অর্থের সন্ধান পেতে কম করে হলেও অপেক্ষা করতে হয় ১৪ বছর। সেই হিসাব মাসে দাঁড়ায় ১৪৮ মাস! এই অপেক্ষার পর আমরা যে অর্থের সন্ধান পাবোই, সেটা নিশ্চিত না। তবু অপেক্ষা করতেই হয়। কারণ আমাদের হাতে কোনো বিকল্প নেই। অর্থ আয়ের এই হিসাবের সামনেই আমাদের সমস্ত হিসাব পাল্টে যায়।
যদি ‘প্রাইভেট’ পড়ানোকে আমরা অর্থ আয়ের মাধ্যম হিসাবে ধরে নিই, তাহলেও দিনে ২ ঘণ্টা করে ৪ দিন বাদে মাসে সময় দাড়াঁয় ৫২ ঘণ্টা। এই সময় পার হলেই আমরা সর্ব্বোচ্চ পেতে পারি ৫ হাজার টাকা। আবার ১৪৮ মাস অপেক্ষার পর দিনে ৮ ঘণ্টা কাজ করে অর্থ্যাৎ ২৬ দিনে ২০৮ ঘণ্টা কাজ করে আমরা সাধারণত সর্ব্বোচ্চ পেতে পারি ৪০ হাজার টাকা। অথচ ১৪ বছর অপেক্ষার বিষয় নেই, এই সময়ে লক্ষ লক্ষ টাকা খরচের বিষয় নেই- মাত্র ৭ দিন, ১০ দিন বা সর্ব্বোচ্চ ১ মাস ট্রেনিং নিয়েই আমরা পড়াশোনার পাশাপাশি আয় করতে পারি ১৫-২০ হাজার টাকা। ঠিক এইখানেই আমাদের সামনে ভয়ঙ্কর চমক নিয়ে আসে- আউটসোর্সিং।
প্রযুক্তির আশীর্ব্বাদে আমাদের হাতের নাগালেই ছড়িয়ে আছে আর্থিক মুক্তির যাবতীয় সম্ভাবনা। একে শুধু সঠিক উপায়ে প্রয়োগ করতে পারলে দূর হতে বাধ্য আর্থিক কষ্টের যন্ত্রণাগুলো। শুধু প্রয়োজন, হাতে গোণা কয়েকটা দিন মনোযোগ দিয়ে ট্রেনিংয়ের মাধ্যমে ‘আউটসোর্সিং’ বিষয়টা জেনে নেওয়া। আনন্দের বিষয়, বাংলাদেশ ইনস্টিটিউট অব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট (বিআইডিডি) দেশব্যাপী এই আউটসোর্সিং ট্রেনিং ছড়িয়ে দিচ্ছে। আসছে ১০জুন দেশব্যাপী শুরু হচ্ছে ট্রেনিং। এরইমধ্যে ঢাকায় ট্রেনিং চলছে। এখনও অনেকে রেজিষ্ট্রেশন করছেন। বিস্তারিত তথ্য জানা যাবে- ০১৬৮০ ৯৩৫৩৭৩/ ০১৭৪১ ৯০৮৭১৪ নম্বরে। এই ট্রেনিং কর্মসূচিতে timebd24.com রয়েছে মিডিয়া পার্টনার হিসাবে।
সেদিন বেশি দূরে না, যেদিন আমরা আর আউটসোর্সিংয়ের পিছনে দৌড়াবো না- আউটসোর্সিংই দৌড়াবে আমাদের পিছনে। আমরা বিশ্বাস করি, আউটসোর্সিং আয়ে বিশ্বের প্রভাবশালী একটি দেশ হবে-আমাদের বাংলাদেশ।
No comments:
Post a Comment