Tuesday, June 9, 2015

জাতীয় প্রেসক্লাবের লকার ভেঙে চুরি

জাতীয় প্রেসক্লাবের লকার ভেঙে চুরি

জতীয় প্রেসক্লাবে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। প্রেসক্লাবের লকার ভেঙে গুরুত্বপূর্ণ কাগজ ও নগদ অর্থ লুট করা হয়েছে বলে জানা গেছে। কমিটি নিয়ে যখন দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থান, তখন এই ঘটনা ঘটল। শনিবার রাতে এ ঘটনা ঘটে। তবে কী কী কাগজ বা কত টাকা খোয়া গেছে তা নির্দিষ্ট করে জানাতে পারেনি প্রেসক্লাব কর্তৃপক্ষ।
এদিকে আজ রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আব্দুল মোমেনের নেতৃত্বে একটি দল। তারা ঘটনাস্থল থেকে ফিঙ্গার প্রিন্টসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক রায়হান এসব তথ্য নিশ্চিত করেছেন। এই ঘটনায় প্রেসক্লাবের নৈশপ্রহরী আব্দুল মালেক (৩০) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

No comments:

Post a Comment