Saturday, June 6, 2015

প্রেমের বয়স চার, বিয়ের বয়স দুই!

প্রেমের বয়স চার, বিয়ের বয়স দুই!  

ঢাকা, ০১ মার্চ- আজ তারকা জুটি নওশিন হিল্লোলের দ্বিতীয় বিবাহবার্ষিকী। দুইবছর একটানা প্রেম করার পর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। যদিও নওশিন হিল্লোল দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। এবং দুজনেরই আগের সন্তান আছে। তবু এসব কিছুই বাধা হয়ে দাঁড়ায়নি তাদের জীবনে। ভালোবাসায় ডুবে ছিলেন বিগত চারটি বছর। দ্বিতীয় বিয়ে বার্ষিকী উপলক্ষ্যে ঘরোয়াভাবে উদযাপন করছেন তারা। তাদের বিয়েবার্ষিকীর আয়োজনে উপস্থিত ছিলেন, একঝাঁক তারকা
নওশিন তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন- ‘প্রায় ৪বছর হয়ে গেলো আমরা একসঙ্গে আছি। দুবছর হলো আমাদের বিবাহিত জীবনের। আমার এখনো মনে পড়ে সে সময়টা, যখন আমরা আমাদের দুজনের আকর্ষন নিয়ে দ্বিধার মধ্যে ছিলাম এবং শেষ পর্যন্ত যেটা ভালোবাসায় পরিণত হলো। গত চারবছরের প্রতিটা মুহুর্তই আমার কাছে মূল্যবান। তুমি আমার ভালোবাসা, আমার স্বামী, তুমি সেইজন যে আমার জীবনচলার পথে ভালোবাসা আর যত্নে ভরিয়ে তুলেছা আমাকে। তুমি আমার জীবনের অমূল্য ধন। শুভ বিবাহবার্ষিকী আমার বাচ্চাদের বাপ। আই লাভ ইউ!’

এমনই প্রেম চলছে তাদের দুজনের। অন্যদিকে হিল্লোলের প্রাক্তন স্ত্রী তিন্নি এখনো তার সংসার ভাঙ্গার শোক শামলে উঠতে পারেন নি। তিন্নি এখন নিখোঁজ। দীর্ঘদিন ধরে মিডিয়াতেও অনুপস্থিত

No comments:

Post a Comment