Tuesday, June 23, 2015

বাবা মহাসমারোহে ফিরে আসবেন : সঞ্জয় দত্তের কন্যা

বাবা মহাসমারোহে ফিরে আসবেন : সঞ্জয় দত্তের কন্যা

বাবা মহাসমারোহে ফিরে আসবেন : সঞ্জয় দত্তের কন্যা
অভিনেতা সঞ্জয় দত্তের কন্যা ত্রিশালা। এবার নিয়ে বেশ কয়েকটি বাবা দিবস তিনি বাবাকে ছাড়াই পালন করলেন। সম্প্রতি তিনি তার বাবার বিষয়ে বেশ কিছু মন্তব্য করেছেন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
ত্রিশালা জানান, বাবা সঞ্জয় দত্তকে তিনি বাবা দিবসের বার্তা পাঠিয়েছেন। বাবার ভক্তদের উদ্দেশে তিনি বলেন, কিছুদিন অপেক্ষা করতে। কারণ প্রতিবারের মতোই তিনি মহাসমারোহে ফেরত আসবেন।
ত্রিশালা বলেন, 'তিনি এমন একজন যাকে ভাঙা যায় না। আমি নিশ্চিত যে, তিনি ফেরত আসার পর সবকিছু ফুৎকারে উড়িয়ে দেবেন। আমি এ জন্য খুবই রোমাঞ্চিত। তিনি কি করেন তা দেখতে আর অপেক্ষা করতে পারছি না!'
বাবা মহাসমারোহে ফিরে আসবেন : সঞ্জয় দত্তের কন্যা
সঞ্জয় দত্ত জেলে যাওয়ার পর বেশ কিছুদিন নীরব ছিলেন সঞ্জয়ের ২৬ বছর বয়সী নিউ ইয়র্ক প্রবাসী এ কন্যা। তবে নীরবতা ভেঙে সম্প্রতি মুখ খুলেছেন তিনি। সঞ্জয় দত্তের কারাদণ্ড, প্রিয় বাবার দুঃসময়ে পাশে না থাকার কারণসহ ভবিষ্যতে কেন বলিউডে পা রাখতে চান না, সে বিষয়েও কথা বলেছেন অভিমানী ত্রিশালা। নিজের মনের কথা খুলে বলার জন্য ত্রিশালা বেছে নিয়েছেন তাঁর ব্লগ।
ত্রিশালা তাঁর ব্লগে লিখেছেন, 'আপনারা সবাই হয়তো জানেন আমার বাবার ভাগ্যে কী ঘটেছে। অস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তাঁকে সাড়ে তিন বছর কারাভোগ করতে হবে। এ বিষয়ে এত দিন কোনো কথা না বলায় আমাকে অনেক কটুকাটব্য শুনতে হচ্ছে। অনেকে বলছেন, আমি নাকি মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছি। কিন্তু তা ঠিক নয়।'

No comments:

Post a Comment