Thursday, June 25, 2015

এবারও ছোটপর্দায় পপি

এবারও ছোটপর্দায় পপি
এবারও ছোটপর্দায় পপি
শেষ কয়েক বছর ধরেই প্রতি ঈদেই ছোটপর্দায় দেখা মিলছে চিত্রনায়িকা পপির। সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি। এবার ঈদেও একাধিক নাটকে অভিনয় করেছেন পপি।
হাসান জাহাঙ্গিরের পরিচালনায় ‘ভালোবাসায় দুজনায়’ শিরোনামে একটি টেলিফিল্মে সম্প্রতি অভিনয় করেছেন তিনি। এছাড়াও ঈদে পপিকে আরও দেখা যাবে জিএম সৈকতের পরিচালনায় ‘লাভ স্পিড’ টেলিফিল্মে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আমিন খান।
ছোটপর্দায় অভিনয় প্রসঙ্গে পপি বলেন, ‘অভিনয় করতে আমার ভালো লাগে এবং এটাই আমার পেশা। ঈদে আমার কাছে অনেক নাটকের প্রস্তাব আসে। সেখান থেকে কয়েকটি পছন্দের নাটক বা টেলিফিল্মে কাজ করি।’

No comments:

Post a Comment