মোবাইল নম্বরই যথেষ্ট, ইউজারনেম-পাসওয়ার্ডের যুগ শেষ!
মোবাইল ভিত্তিক বৈশ্বিক যাচাইকরণ এই সেবা চালু করলো দেশের বৃহত্তম মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন।
এ সেবার মাধ্যমে গ্রাহকরা একটি বৈশ্বিক পরিচয় ও ব্যবস্থাপনা তৈরি করতে পারবেন যা সুরক্ষিতভাবে তাদের পরিচয় যাচাই করবে এবং বিভিন্ন মোবাইল ও ডিজিটাল সেবা নিরাপদভাবে ব্যবহারের সুযোগ করে দেবে।
সেবাটির মাধ্যমে গ্রাহকরা বিভিন্ন ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশনে লগইন করতে গ্রাহকদের মোবাইল নম্বর ব্যবহার করতে পারবে। এক্ষেত্রে কোনো পাসওয়ার্ড বা ইউজারনেম মনে রাখার দরকার নেই।
প্রাথমিকভাবে এখানেই ডটকমের এক হাজার নির্বাচিত ব্যবহারকারীদের জন্য এই সেবা চালু হবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ল্যাপটপ বা ডেস্কটপের মোবাইল কানেক্ট লোগোতে ক্লিক করে গ্রামীণফোন (জিপি) মোবাইল নম্বর টাইপ করে সুরক্ষিতভাবে এখানেই ডটকমে লগইন করতে পারবেন।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এ সেবাটির উদ্বোধন করেন গ্রামীণফোনের সিএমও অ্যালান বনকে।
অনুষ্ঠনে এশিয়া প্যাসিফিক জিএসএম এর হেড অফ টেকনোলজি জয়কিশান রাজারামান, টেলিনর ডিজিটালের মোবাইল কানেক্ট প্রোগ্রাম ম্যানেজার এ. আরিল্ড হাউগেন, এখানেই ডটকমের মোবাইল কানেক্ট প্রডাক্ট ম্যানেজার তাও রোডেইন, এবং গ্রামীণফোনের মোবাইল কানেক্টপ্রডাক্ট ম্যানেজার সায়মা রহমান উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment