Tuesday, June 9, 2015

কিক সিক্যুয়াল থেকে আউট জ্যাকুলিন

কিক সিক্যুয়াল থেকে আউট জ্যাকুলিন
কিক সিক্যুয়াল থেকে আউট জ্যাকুলিন
সালমান খানের ‘কিক’ ছবির মধ্য দিয়েই জ্যাকুলিন ফার্নান্দেজের সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে ওঠে। এ নিয়ে অনেক গুঞ্জনও চলে বলিউডপাড়ায়। গত বছর বক্স অফিসে রেকর্ড ব্যবসা করে সালমানের ‘কিক’। সেই সাফল্যের পর এই ছবির সিক্যুয়ালের সিদ্ধান্তও নেন সালমান। সমীকরণ অনুযায়ী সিক্যুয়ালের এই পর্বেও দেখা যাবে জ্যাকুলিনকে। কিন্তু ছবির শুটিংয়ের আগেই কিক আউট হলে জ্যাকুলিন।
 
দুবাইয়ের আইবা অ্যাওয়ার্ডে ছবির সিক্যুয়ালের ঘোষণার পাশাপাশি সালমান জানিয়ে দেন সিরিজের এই পর্বে জ্যাকুলিনকে বাদ দেয়া হয়েছে। এত দর্শকের মাঝেই কিকের সিক্যুয়ালে জ্যাকুলিনের না থাকার বিষয়টি ঘোষণা করলেন সালমান। এর কারণ হয়তো বা ব্যক্তিগত কিছু, এমনটাই ধারণা করছেন অনেকে।
 
কারণ মামলার ঝামেলায় যখন সালমানের দিনগুলো কাটছিল তখন বলিউডের প্রায় সবাই খোঁজ নিয়েছেন তার। এমনকি যাদের সাথে কখনও পর্দায় দেখা যায়নি তাদেরও দেখা গেছে সালমানের বাসায়। কিন্তু সালমানের কোনো খোঁজ নেননি জ্যাকুলিন।

No comments:

Post a Comment