ইসলাম গ্রহণ করছেন লিন্ডসে লোহান!
বৃহস্পতিবার যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এ সংবাদ প্রকাশ করেছে।
লোহানের মুখপাত্র ইন্ডিপেন্ডেন্টকে বলেন, আমার জানা মতে তিনি সম্পূর্ণভাবে ইসলাম ধর্ম গ্রহণ করছেন না। তবে তিনি প্রাচীন আরব সংস্কৃতির প্রতি অনেকটা আগ্রহী হয়েছেন।
তার ওই মুখপাত্র আরো বলেন, সামনে তিনি মধ্যপ্রচ্যে কয়েকটি প্রকল্পের কাজ করতে যাচ্ছেন এবং এজন্য তিনি আরবিও শিখছেন। তিনি গত বছর দুবাইতে কিছু সময় কাটিয়েছেন এবং তাদের জীবন যাত্রা তাকে বেশ আগ্রহী করে তুলেছে।
হারুন মঘুল নামের এক ইসলামী বক্তা বলেছেন, সত্যিই যদি তিনি ইসলাম ধর্ম গ্রহণে মনস্থির করে থাকেন তবে তাকে আমার উৎসাহিত করা উচিত এবং মুসলমানদের প্রর্থনা স্থল মসজিদ চিনিয়ে দেয়া উচিত।
২৮ বছর বয়সী এই তরুণ অভিনেত্রী এরই মধ্যে বেশ কয়েকটি ধর্ম সম্পর্কে পড়াশুনা করেছেন এবং ২০১৩ সালে অপরাহকে দেয়া এক সাক্ষাতকারে বলেন, আমি খুবই আধ্যাত্মিক এবং সময়ের সঙ্গে সঙ্গে ক্রমাগত আধ্যাত্মিক হয়ে উঠছি। সত্যিই আমি আধ্যাতিক কাজের মধ্যে রয়েছি, হোক সেটা ধর্ম কিংবা ধ্যান। পৃথিবীতে আমার চাইতে শক্তিশালী অনেক কিছুই রয়েছে।
মঘুল বলেন, লোহানের ধর্ম চর্চা সম্পূর্ণই তার ব্যক্তিগত ব্যাপার তবে সে যদি সত্যের সন্ধান করে থাকে তবে ইসলাম তাকে পথ দেখাতে পারে। বিশ্বাসই মানুষের অন্তরকে শান্তি দেয় এবং আমাদের প্রত্যেকেরই উচিত এ বিশ্বাস রাখা।
No comments:
Post a Comment