Thursday, June 25, 2015

মঙ্গলগ্রহে পিরামিডের সন্ধান পেয়েছে কিউরিওসিটি!

মঙ্গলগ্রহে পিরামিডের সন্ধান পেয়েছে কিউরিওসিটি!
মঙ্গলগ্রহে পিরামিডের সন্ধান পেয়েছে কিউরিওসিটি!
মহাকাশ গবেষণায় হয়তো আরেক ধাপ এগিয়ে গেল বিশ্ব। বিশেষ করে মঙ্গল গ্রহ নিয়ে চলা গবেষণায় বড় ধরনের উন্নতির কথা জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। গতকাল সোমবার ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভি’র অনলাইন প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে।
 
এই লাল গ্রহে নাসার পাঠানো রোবটযান কিউরিওসিটি রোভার পিরামিড আকৃতির অবকাঠামো দেখতে পেয়েছে এবং তার ছবি বিজ্ঞানীদের হাতে এসে পৌঁছেছে। রহস্যজনকভাবে এই পিরামিডের সঙ্গে মিসরের পিরামিডের আকৃতির মিল আছে। গত ৭ মে মঙ্গলের বুকে পা রাখে কিউরিওসিটি। পিরামিডের আকার একটি ছোট্ট গাড়ির সমান হতে পারে। এমনও হতে পারে, মঙ্গলগ্রহের বালির মধ্যে বড় পিরামিড আছে। স্টারপ্লাস ডটকম জানিয়েছে, এই পিরামিডের ছবি দেখে জ্যোতিবিজ্ঞানীরা মনে করছেন, মঙ্গল গ্রহে বুদ্ধিমান প্রাণী টিকে থাকতে পারে বা একসময় ছিল।
 
কিউরিওসিটি রোভার ২০১২ সালে মঙ্গল গ্রহে নাসার প্রেরিত চতুর্থ রোবটযান। মঙ্গল গবেষণার ইতিহাসে এটিই এখন পর্যন্ত নাসার বিজ্ঞানীদের সবচেয়ে বড় সাফল্য। রোবটযানটির ওজন প্রায় এক টন। এই প্রথম নাসার এত বেশি ওজনের যান কোনো গ্রহে সফলভাবে নামাতে সক্ষম হয়। মঙ্গলে নেমে লাল গ্রহটির বিশাল আকৃতির আগ্নেয়গিরি জ্বালামুখ গেইলের ভূতত্ত্ব সম্পর্কে জানা। রোবটটি এর লেজার ব্যবহার করে সেখানকার শিলাখ্ল ছিদ্র বা দহন করে এ গ্রহের প্রাচীন আবহাওয়া ও জলাবায়ু জানার চেষ্টা করবে। এতে জানা যাবে মঙ্গলে কখনো আনুবিক্ষণিক জীব বসবাসের উপযোগী ছিল কি না বা সেখানে জীবনধারণের মতো পরিবেশ আছে কিনা বা ভবিষ্যতে সেই অবস্থা তৈরির সম্ভাবনা আছে কি না।

No comments:

Post a Comment