আসছে ফলআউট ৪
আসছে রহস্যে ভরা ভিডিও গেইম ফলআউট সিরিজের নতুন সংস্করণ। এক্সবক্স ওয়ান, প্লেস্টেশন৪ আর পিসির জন্য বাজারজাত করা হবে ফলআউট ৪ নামের এই গেইমট
বিবিসি জানিয়েছে, ঠিক কবে নাগাদ গেইমটি প্রকাশ করা হবে, তা নিয়ে এখনও কোনো দিনক্ষণ জানায়নি এর নির্মাতা প্রতিষ্ঠান বেথেসডা। তবে, চলতি বছর জুন মাসের শেষের দিকে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
গেইমটির আগের সংস্করণ ফলআউট ৩-এর উপযোগী বয়সসীমা ১৫+ ছিল, কিন্তু এ সংস্করণের ক্ষেত্রে তা ১৮+ রাখা হচ্ছে। ফলআউট ৩ গেইমটি ছিল বিধ্বস্ত ওয়াশিংটন ডিসির আদলে, আর ফলআউট ৪ বানানো হয়েছে বস্টনের বাস্তবতায়।
গেইমটির পরিচালক টড হাওয়ার্ড বলেন, “আমরা জানি সবার কাছে এই গেইমটির অর্থ কী। সময় আর আর প্রযুক্তি আমাদের অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি উচ্চাকাংঙ্ক্ষী হতে সাহায্য করেছে। এর আগে কখনোই কোনো গেইম নিয়ে আমরা এত উত্তেজিত ছিলাম না, আর আমরা এটি শেয়ার করা না পর্যন্ত অপেক্ষা করতে পারছি না।”
জুন মাসের শেষে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিতব্য ভিডিও গেইমের সম্মেলন ই৩ কে সামনে রেখে গেইমটি সম্পর্কে বিস্তারিত ঘোষণা করা হবে।
No comments:
Post a Comment