Wednesday, June 24, 2015

তিন ফরাসি প্রেসিডেন্টের ওপর নজরদারি করেছে যুক্তরাষ্ট্র

তিন ফরাসি প্রেসিডেন্টের ওপর নজরদারি করেছে যুক্তরাষ্ট্র : উইকিলিকস
তিন ফরাসি প্রেসিডেন্টের ওপর নজরদারি করেছে যুক্তরাষ্ট্র : উইকিলিকস
ফ্রান্সের তিন জন প্রেসিডেন্টের ওপর গোয়েন্দা নজরদারি চালিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি ( এনএসএ)। উইকিলিকসের ফাঁস করা নতুন নথিতে এ তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে সরকার। গতকাল বুধবার বিশ্ব গণমাধ্যমে খবরটি গুরুত্ব সহকারে প্রকাশিত হয়। খবর বিবিসি ও রয়টার্সের।
 
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। তিনি বলেছেন, তাদের ওপর যুক্তরাষ্ট্রের নজরদারি সহ্য করা হবে না। তিনি বলেছেন, এমন নজরদারি দেশটির নিরাপত্তা বিঘ্নিত করছে এবং এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রেসিডেন্ট কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ফরাসি নেতাদের ওপর কোনো গুপ্তচরবৃত্তি চালানো হবে না এমন প্রতিশ্রুতির প্রতি  যুক্তরাষ্ট্রের সম্মান থাকা উচিত।
 
উইকিলিকসের ফাঁস করা নথিতে দেখা গেছে, মার্কিন নজরদারির হাত থেকে ফ্রান্সের প্রেসিডেন্টরা রক্ষা পাননি। ২০০৬-২০১২ সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্টদের ওপর নজরদারি চালায় এনএসএ। দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ, পূর্বসূরি নিকোরা সারকোজি এবং জ্যাক শিরাকের ওপর গোপন নজরদারি চালিয়েছে যুক্তরাষ্ট্র। এনএসএ অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তথ্য ফাঁসের পরই এই ইস্যুতে ফ্রাঁসোয়া ওলান্দ প্রতিরক্ষা পরিষদের বৈঠক ডেকেছেন। এমনকি এলিসি প্রাসাদের পার্লামেন্ট সদস্যদেরও ডেকে পাঠিয়েছেন তিনি। খবরটি প্রথম প্রকাশিত হয় ফরাসি দৈনিক ‘লিবারেশনে।’ এরপর সেটি প্রকাশিত হয় ওয়েবসাইটে।

No comments:

Post a Comment