Saturday, June 6, 2015

জ্যাকুলিনকে লাথি মেরে বের করে দেওয়া হয়েছে



জ্যাকুলিনকে লাথি মেরে বের করে দেওয়া হয়েছে!
সালমান খানের সঙ্গে শ্রীলঙ্কা সুন্দরী জ্যাকলিনের ঘনিষ্ঠতা নিয়ে বলিউড পাড়ায় গুঞ্জনটা বেশ। তবে একি কথা শুনি? সালমান খানের কথায়তো মনে হচ্ছে ঘনিষ্ঠতা তো দূরের কথা বন্ধুত্বটাও উড়ে গেছে।

সম্প্রতি জ্যাকুলিনের সঙ্গে অভিনীত ছবিকিক সিকোয়েল নিয়ে কথা বলতে গিয়ে সালমান সবার সামনে বোমা ফাটালেন। আর বললেন, ‘সিনেমা থেকে লাথি মেরে বের করে দেওয়া হয়েছে জ্যাকলিনকে।

কিন্তু হঠাএভাবে কেন প্রিয় জ্যাকুলিনের ওপর ক্ষেপলেন সল্লু মিয়া? শুটিং সেটে সময় পেলেই একান্তে সময় কাটাতেন দুজনে। যে কোনো জায়গাতেই একসঙ্গে দেখা যেতো এই দুজনকে। শুরুটা হয়েছিলকিকছবির শুটিং থেকে।

অথচ দুবাইয়ে আইবা পুরস্কার অনুষ্ঠানে সালমান বলেন, ‘সাজিদ নাডিয়াড়ওয়ালাই কিক- এর পরিচালনা করবেন। আর তিনিই কিক পরিচালনা করেছিলেন। কিক- যখনই হবে আমি আর সাজিদ একসঙ্গে কাজ করবো। কথা বলার পরই নিজস্ব ভঙ্গিতে সালমান বলেন, ‘যদিও জ্যাকুলিন ওই সিনেমায় থাকবে না। ওকে লাথি মেরে বের করে দেওয়া হয়েছে

No comments:

Post a Comment