Friday, June 19, 2015

ফেসবুকে ধোনির সমালোচনায় মুখর বাংলাদেশী সমর্থকরা

ফেসবুকে ধোনির সমালোচনায় মুখর বাংলাদেশী সমর্থকরা

মহেন্দ্র সিং ধোনি
মহেন্দ্র সিং ধোনি
টেলিভিশন স্ক্রিনে দেখা যাচ্ছে রান নেবার সময় ভারতীয় দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ক্রিজের মাঝখানে সজোরে ধাক্কা দিয়েছেন বাংলাদেশী বোলার মুস্তাফিজুর রহমানকে।
এই ধাক্কা ইচ্ছাকৃত ছিল , নাকি ঘটনাচক্রে হয়েছে সেটি নিয়ে এখন চলছে বিস্তর বিতর্ক। ধোনির ধাক্কায় বাংলাদেশী বোলার মুস্তাফিজ ক্রিজ থেকে অনেকটাই ছটকে পড়েন। ফলে তাকে খানিকক্ষণের জন্য মাঠের বাইরেও চলে যেতে হয়।
এনিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বাংলাদেশী সমর্থকরা ভারতীয় অধিনায়কের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ঝাড়ছেন।
অনেকেই বলছেন যখন এই ঘটনা ঘটে তখন উভয় দলের ম্যাচে জয়-পরাজয়ের সম্ভাবনা সমান-সমান।
তখন ভারতীয় দলের সংগ্রহ ২৪ ওভারে চার উইকেট হারিয়ে ১২৩ রান।
বোলিং এর পর মুস্তাফিজ সঠিক জায়গায় দাঁড়িয়েছিলেন, নাকি ধোনি রানের জন্য উল্টোপথে দৌড়াচ্ছিলেন সেটি নিয়ে এখন বিস্তর আলোচনা হচ্ছে।
তবে ফেসবুকে বাংলাদেশী সমর্থকরা ভারতীয় অধিনায়কের সমালোচনায় মুখর।
তবে ম্যাচে শেষে সংবাদ সম্মেলনে মুস্তাফিজ বলেন তিনিই ভুল পাশে দাঁড়িয়েছিলেন।
null
অভিষেক ম্যাচেই চমক দেখালেন মুস্তাফিজ
আর টিভি রিপ্লে দেখে অনেকেরই মনে হয়েছে ভারতীয় অধিনায়ক হয়তো চাইলে এই ধাক্কা এড়াতে পারতেন।
তবে দুজনেই বলেছেন এই ঘটনা তেমন বড় কিছু নয়। কিন্তু ফেসবুকে অনেক বাংলাদেশী সমর্থক সেটি মানতে নারাজ।
ফেসবুকে নীর রনি তালুকদার নামের একজন লিখেছেন , “ ভৌগোলিক কারণেই কি এই ধাক্কা দিলি রে ধোনি?” ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে সাজেদ রহমান লিখেছেন , “ইচ্ছা করেই ভারতের ক্রিকেটার ধনি কি করলেন দেখেন।”
শুধু তাই নয়। ভারতীয় অধিনায়ককে উদ্দেশ্য করে নানা ধরনের মন্তব্য ও ব্যঙ্গচিত্রে ফেসবুক সয়লাব। একই সাথে মুস্তাফিজ বন্দনা । অনেকেই তাকে ‘সাতক্ষীরা এক্সপ্রেস’ বলে বর্ণনা করছেন ।
অভিষেক ম্যাচেই পাঁচ উইকেট নিয়ে এখন ‘জাতীয় বীরে’ পরিণত হয়েছেন পেসার মুস্তাফিজ।
ভারতীয় ব্যাটিং লাইনকে গুড়িয়ে দিয়েছিলেন ১৯ বছর বয়সী সাতক্ষীরার সন্তান মুস্তাফিজুর রহমান।
ভারতের বিপক্ষে এই জয়কে ফেসবুকে অনেকেই ‘ বিশ্বকাপের প্রতিশোধ’ হিসেবে বর্ণনা করেছন।

No comments:

Post a Comment