Saturday, June 6, 2015

বলিউডের রাজা-রানী স্বীকৃতি পেলেন শাহরুখ-প্রিয়াঙ্কা



বলিউডের রাজা-রানী স্বীকৃতি পেলেন শাহরুখ-প্রিয়াঙ্কা!

বলিউড বাদশাহ শাহরুখ খান, বলিউডের সেক্সিয়েস্ট অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া; দুজনই বলিউডের সিনেমায় নিজের যোগ্যতা আর অভিনয় দক্ষতার স্মারক বয়ে চলেছেন দীর্ঘদিন ধরেই। বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক স্বীকৃতিও কম নয় তাদের। তবে এবারের স্বীকৃতি যেনো অন্যরকম, এমন যোগ্যতা এমনি এমনি অর্জন করা যায় না। হ্যাঁ, দর্শক জরিপে বলিউডের রাজা-রানী নির্বাচিত হয়ে শাহরুখ প্রিয়াঙ্কা এমনটাই ভাবতে পারেন
বলিউডের বর্তমান সময়ের সবথেকে জনপ্রিয় বিনোদন পোর্টালবলিউড লাইফ.কমএকটি দর্শক জরিপ করেছিলো। সেখানে দর্শকের দৃষ্টিতে সোশ্যাল মিডিয়ার রাজা হয়েছেন শাহরুখ খান, আর রানী হয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া
দর্শকের নির্মোহ ভালোবাসা স্মারক এটা। একজন অভিনেতা বা অভিনেত্রীর জীবনে এটাই সবচেয়ে কাঙ্ক্ষিত বস্তু। আর দর্শকের এমন মুগ্ধতায় এই দুই তারকাই আপ্লুত। তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকল দর্শক বলিউড লাইফ.কমকে ধন্যবাদ জানান
উল্লেখ্য, বলিউড লাইফ এই জরিপটি চালিয়েছিল ভারত, রাশিয়া, ইউ.কে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন মানুষের মধ্যে

No comments:

Post a Comment