ডিভোর্সের পর মহিলার সঙ্গী এক হাজার বিড়াল!!
অনেক দরিদ্র্য দেশে হয়তো অনেক পরিবারে এক বেলা দু’মুঠো খাবার জোটে না। আবার অনেকের দু’মুঠো খাবার সংগ্রহে মাথার ঘাম পায়ে ফেলতে হয়। কিন্তু সেই মানুষদের সাহায্য না করে যখন বিড়াল পুষে প্রচুর অর্থ ব্যয় করা হয় তখন হয়তো সেটা অনেকের কাছে বেশি বলে মনে হবে। আর সেটা স্বীকারও করেছেন এক হাজার বিড়াল নিয়ে বসবাস করা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক বাসিন্দা।
লিনিয়া লাট্টানজিয়ো নামের ওই বাসিন্দা স্বীকার করেন, তার কাজটা হয়তো একটু বেশি হয়ে গেছে। হয়তো অনেকে ভাববেন আমি এক ধরনের আচ্ছন্নতার মধ্যে আছি।
তিনি জানান, স্বামীর সঙ্গে ডিভোর্স হওয়ার পর তিনি একা হয়ে পড়েন। চার হাজার ফুট প্রশস্তের এক ঘরে তাকে একা দিন কাটাতে হয়। পরে তিনি আশপাশের থেকে কয়েকটি বিড়াল বাড়িতে আনেন। এরপর তা বাড়তে থাকে। গত বছরের শেষে একশত বিড়াল ছিল। এখন তা বেড়ে দশগুন হয়েছে। এদের দেখাশোনার জন্য এখণ আছে ২৩ জন কর্মচারি । এমনকি এদের স্বাস্থ্যের দেখভালের জন্য ছোট্ট একটি হাসপাতালও রয়েছে, যেখানে একটি ইনটেনসিভ কেয়ার ইউনিটও (আইসিইউ) রয়েছে।
No comments:
Post a Comment