শোবার ঘর সুনিদ্রার উপযোগী করার সহজ উপায়
আমাদের ঘুমের দুরবস্থা
ঘুমের এক ঘণ্টা আগে মানুষ কী নিয়ে ব্যস্ত থাকে, যুক্তরাজ্যে এক গবেষণায় তা যাচাই করে দেখা হয়েছে। তাতে দেখা যায় যে -
ঘুমের এক ঘণ্টা আগে মানুষ কী নিয়ে ব্যস্ত থাকে, যুক্তরাজ্যে এক গবেষণায় তা যাচাই করে দেখা হয়েছে। তাতে দেখা যায় যে -
- টিভি দেখে - ৬৮%
- কম্পিউটার বা ট্যাব ব্যবহার করে - ৫৭%
- চা-কফি পান করে - ৪৩%
- বই পড়ে - ৪২%
- গান শোনে - ২১%
- যোগব্যায়াম করে - ৪%
আসবাব যেভাবে সাজাবেন
শরীর ও মনের আরামের উপযোগী আসবাব দিয়ে শয়নকক্ষ সাজাতে হবে।
১) সিলিং ফ্যান ব্যবহার করুন। ঘুমের জন্য শোবার ঘরের আদর্শ তাপমাত্রা ১৮ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াস
২) বাতাস চলাচলের জন্য একটা জানালা একটু হলেও খোলা রাখুন
৩) আলোর প্রবাহ বন্ধ করতে ভারী, মোটা ও কালো পর্দা ব্যবহার করুন
৪) শব্দ থেকে রেহাই পেতে বালিশ ও কম্বল ব্যবহার করুন
৫) প্রাকৃতিক দৃশ্যাবলির ছবি বা শিল্পকর্ম ঘরে রাখুন
৬) কোনো গাছ বা উদ্ভিদ রাখতে পারেন
৭) আসবাব ও ড্রয়ারগুলো গুছিয়ে পরিপাটি রাখুন
৮) টিভি সরিয়ে ফেলুন এবং যন্ত্রটির পরিবর্তে সুন্দর কিছু রাখুন
শরীর ও মনের আরামের উপযোগী আসবাব দিয়ে শয়নকক্ষ সাজাতে হবে।
১) সিলিং ফ্যান ব্যবহার করুন। ঘুমের জন্য শোবার ঘরের আদর্শ তাপমাত্রা ১৮ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াস
২) বাতাস চলাচলের জন্য একটা জানালা একটু হলেও খোলা রাখুন
৩) আলোর প্রবাহ বন্ধ করতে ভারী, মোটা ও কালো পর্দা ব্যবহার করুন
৪) শব্দ থেকে রেহাই পেতে বালিশ ও কম্বল ব্যবহার করুন
৫) প্রাকৃতিক দৃশ্যাবলির ছবি বা শিল্পকর্ম ঘরে রাখুন
৬) কোনো গাছ বা উদ্ভিদ রাখতে পারেন
৭) আসবাব ও ড্রয়ারগুলো গুছিয়ে পরিপাটি রাখুন
৮) টিভি সরিয়ে ফেলুন এবং যন্ত্রটির পরিবর্তে সুন্দর কিছু রাখুন
ঘুমানোর কিছু পরামর্শ
১) শোবার ঘরে কম্পিউটার ও কাজকর্মের উপকরণ রাখবেন না
২) বিছানাটা শুধু ঘুমের জন্য। পোষা প্রাণীদেরও বাইরে রাখবেন
৩) বড় ও প্রশস্ত বিছানা ব্যবহার করা ভালো। চাদর ও তোশক যেন মেঝেতে লেগে না থাকে
৪) খাটের নিচে কোনো জিনিস রাখবেন না
৫) ঘুমাতে হবে একদম অন্ধকারে
১) শোবার ঘরে কম্পিউটার ও কাজকর্মের উপকরণ রাখবেন না
২) বিছানাটা শুধু ঘুমের জন্য। পোষা প্রাণীদেরও বাইরে রাখবেন
৩) বড় ও প্রশস্ত বিছানা ব্যবহার করা ভালো। চাদর ও তোশক যেন মেঝেতে লেগে না থাকে
৪) খাটের নিচে কোনো জিনিস রাখবেন না
৫) ঘুমাতে হবে একদম অন্ধকারে
ভালো ঘুমের জন্য যা যা বর্জন করবেন
১) কার্পেট, অ্যালার্ম ঘড়ি, আলো
২) অস্বস্তিকর কম্বল
৩) ঘুমানোর অন্তত এক ঘণ্টা আগে টিভি, কম্পিউটারের কাজ শেষ করতে হবে।
১) কার্পেট, অ্যালার্ম ঘড়ি, আলো
২) অস্বস্তিকর কম্বল
৩) ঘুমানোর অন্তত এক ঘণ্টা আগে টিভি, কম্পিউটারের কাজ শেষ করতে হবে।
No comments:
Post a Comment