এবার বাগ ধরা পড়েছে ম্যাকে
টেক জায়ান্ট অ্যাপল নির্মিত কম্পিউটার ম্যাক-এ ধরা পড়েছে বিশেষ বাগ যার ফলে ব্যবহারকারীরা হ্যাকিংয়ের শিকার হতে পারেন। পর্তুগালের কম্পিউটার নিরাপত্তা গবেষক পেদ্রো ভিলাসা প্রথম এই ত্রুটিটি শনাক্ত করেন। এই বাগটি ‘প্রিন্সহার্মিং’ নামে পরিচিতি পেয়েছে।
সিএনএন জানিয়েছে, বাগটির ফলে হ্যাকাররা দূর থেকেই ম্যাক হ্যাক করে তা অকার্যকর করে দিতে পারবেন। এর ফলে ব্যক্তিগত, ব্যবসায়িক বা সরকারি কাজে ব্যবহারিত ম্যাকসমূহে এমনভাবে নজরদারি করা যাবে যা অতীতে কোনো নিরাপত্তা তল্লাশিতেও করা সম্ভব হয়নি।
ফরেনসিক বিশ্লেষক সারা এডওয়ার্ডের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, এই বাগটির ফলে ব্যবহারকারী কম্পিউটার সিস্টেমে অদ্ভূতুড়ে কার্যকলাপ প্রত্যক্ষ করবেন যার কারণ সম্পর্কে তার কোন ধারণাই নেই।
সবচেয়ে হতাশার কথা হলো, এই কম্পিউটার বাগটি সিস্টেমের একেবারে ভেতরে ঢুকে নানা সমস্যার সৃষ্টি করতে পারে।
প্রতিটি কম্পিউটারে বেসিক ইনপুট-আউটপুট সিস্টেম বা বায়োস থাকে যা মেশিনটির কোর প্রোগ্রাম বলে বিবেচিত। কম্পিউটার বায়োস সুরক্ষিত না থাকলে নানা সমস্যা সৃষ্টি হয়।
সিএনএন জানিয়েছে, এক বছর বা তার ও আগে ক্রয়কৃত ম্যাকগুলোর বায়োসে ত্রুটি রয়েছে। এই ত্রুটির কারণে স্লিপ মোড থেকে ফিরে আসার পর ম্যাকের বায়োসে সরাসরি প্রবেশ করা যাচ্ছে। এর ফলে হ্যাকাররা বিশেষ কোডের মাধ্যমে সিস্টেম হ্যাক করার সুযোগ পাবেন।
তবে এই হ্যাকিংটি খুব একটা সহজ নয়। এর জন্য হ্যাকারকে প্রথমে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্সেসের মাধ্যমে কম্পিউটার সিস্টেমে প্রবেশ করতে হবে। তবে লো-লেভেল ভাইরাসসহ যদি একবার ম্যাক কম্পিউটার হ্যাক করা যায় তবে তা খুঁজে পাওয়া ব্যাপক কষ্টকর হবে বলে জানিয়েছে সিএনএন।
তাছাড়া এই ত্রুটির ফলে হ্যাকাররা ব্যাঙ্ক বা করপোরেট কোম্পানিগুলোর সিস্টেম হ্যাক করার যথেষ্ট সময় পাবেন। তাই ভবিষ্যতে সনি পিকচার্স হ্যাকের মত বড়ো ধরনের সাইবার অপরাধ সংঘটিত হলে অবাক হওয়ার কিছু থাকবে না।
এই বাগটির ফলে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনীতিবিদ, ব্যাঙ্কার থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা হ্যাকিংয়ের শিকার হতে পারেন বলে জানিয়েছে সিএনএন।
অবশ্য, নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে হ্যাকিংটি কষ্টসাধ্য বলে সাধারণ ম্যাক ব্যবহারকারীরা এর হাত থেকে মুক্ত থাকবেন।
অন্যদিকে, অ্যাপল থেকে এখনো এই ত্রুটিটির ব্যাপারে এবং তা সমাধানে নতুন আপডেট উন্মুক্ত করা হবে কিনা তা নিয়ে কোন প্রতিক্রিয়া জানানো হয়নি।
উল্লেখ্য, গত এক সপ্তাহে অ্যাপল ডিভাইসে এই নিয়ে দ্বিতীয় বারের মত বাগ ধরা পড়লো। সম্প্রতি আইফোনের বিশেষ ম্যাসেজ ওপেন করতে গিয়ে ‘ক্র্যাশ’-এর শিকার হয়েছিলেন অনেক গ্রাহক।
No comments:
Post a Comment