আবারও প্রীতি ও নেস একসঙ্গে!
গত বছর সাবেক প্রেমিক এবং ব্যবসায় অংশীদার নেস ওয়াদিয়ার বিরুদ্ধে প্রীতি জিনতা হয়রানির মামলা করেছিলো। কিন্তু সম্প্রতি আবার একই সাথে তাদের দেখা গেছে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অষ্টম আসর বসবে শিগগিরই। আর সে জন্যই নিজেদের শত্রুতা ভুলে আবার হাত মিলিয়েছেন প্রীতি-নেস। সম্প্রতি খেলোয়াড়দের দাম নির্ধারণের সময় একসঙ্গে বসতে দেখা গেছে দুজনকে।
বেশ কয়েক বছর প্রেম করার পর বিচ্ছেদ হয় বোম্বে ডায়িং- এর মালিক নেস ওয়াদিয়া এবং অভিনেত্রী প্রীতি জিনতার। কিন্তু বিচ্ছেদের পরও ব্যবসায়িক অংশীদার হিসেবে কাজ করেছেন তারা। এক সঙ্গে তাদের একটি আইপিএল দল রয়েছে, যার নাম কিংস ইলেভেন পাঞ্জাব।
শুধু তাই নয়, দলের স্বার্থে একসঙ্গে নানা সিদ্ধান্তও নিচ্ছেন প্রীতি-নেস।
উল্লেখ্য, গত বছর আইপিএল আসরেই মনোমালিন্য হয় সাবেক এই জুটির। একটি লিখিত অভিযোগে প্রীতি পুলিশকে জানান, ৩০শে মার্চ আইপিএলের চুড়ান্ত ম্যাচ চলাকালে জনসমক্ষে তাকে হয়রানি করেছেন নেস। যা গত বছরের আলোচিত ঘটনাগুলোর মধ্যে একটি ঘটনা।
No comments:
Post a Comment