- আইফা মুহূর্ত...
সেরা চলচ্চিত্র, সেরা গল্প এবং সেরা অভিনেত্রীর (কঙ্গনা রনৌত) পুরস্কার নিজেদের ঝুলিতে ভরে কুইন ছবিটি। অন্যদিকে সেরা অভিনেতা (শহীদ কাপুর), সেরা খলনায়ক (কে কে মেনন) এবং সেরা পার্শ্ব-অভিনেত্রীর (টাবু) পুরস্কার জিতে আবারও আলোচনায় উঠে আসে বিশাল ভরদ্বাজের ছবি হায়দার। এ ছাড়া ‘উইমেন অব দ্য ইয়ার’ নামে বিশেষ একটি সম্মাননা দেওয়া হয় দীপিকা পাড়ুকোনকে। পুরস্কারের বাইরেও এ বছরের আইফা অ্যাওয়ার্ডসের একটি বড় আকর্ষণ ছিল এর সঞ্চালক জুটি—রণবীর সিং ও অর্জুন কাপুর। তাঁদের হাস্যরস অনুষ্ঠানে যোগ করে ভিন্ন এক মাত্রা
No comments:
Post a Comment