
‘রূপসী’ বিশেষনটা রমনীকূলের জন্য সবচেয়ে বেশি প্রযোজ্য এবং ব্যবহৃত হলেও, আধুনিক যুগে পুরুষেরাও রূপচর্চার জন্য পার্লারে ছুটছে। পুরুষদের এই পার্লার গমন রমনীকূলের পার্লার গমনের উদ্দেশ্যের বেশ সমান্তরাল। ত্বক এবং চুলের যত্বেরজন্য কিংবা বডি ম্যাসাজে কিছুটা সুখ খুঁজে পেতেই পুরুষেরা হর-হামেশা ছুটছে পার্লারে। ফলে, শহর যত আধুনিক হয়েছে, পাল্লা দিয়ে বেড়েছে পার্লারের সংখ্যা।
রাজধানী ঢাকাতে যতগুলো জেন্টস পার্লার গড়ে উঠেছে, পারসোনা এডামস তাদের মধ্যে প্রথম সারির একটি। পুরুষদের সজ্জার জন্য অত্যাধুনিক আয়োজন এবং উন্নত গ্রাহকসেবার জন্য এটি ইতোমধ্যেই গ্রাহকদের নিকট অর্জন করেছে আস্থা এবং লাভ করেছে ব্র্যান্ডের মর্যাদা।
No comments:
Post a Comment